রুশদির পাশে শতাধিক খ্যাতনামা লেখক, মঞ্চে পড়বেন তাঁরই লেখা

মাত্র কয়েকদিন আগের কথা। নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমন রুশদি (Salman Rushdie)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মার্কিন সরকার দুষ্কৃতি হামলার তদন্ত শুরু করলেও, এই ঘটনার জন্য তাঁকে এবং তাঁর অনুরাগীদেরই দায়ী করেছে ইরানের প্রশাসন। এবার এই ঘটনার প্রতিবাদেই কিংবদন্তি ঔপন্যাসিকের পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শতাধিক লেখক। নিউইয়র্কেই তাঁরা আয়োজন করতে চলেছেন এক বিশেষ অনুষ্ঠানের।  

গঙ্গা জলেই গঙ্গাপুজো। হ্যাঁ, এই প্রবাদবাক্যের সঙ্গেই যেন হুবহু মিলে যায় আগামী অনুষ্ঠানটির পরিকল্পনা। ‘স্ট্যান্ড উইথ সালমন’-খ্যাত ইভেন্টটিতে রুশদির রচনা পাঠ করেই তাঁর পাশে দাঁড়াবেন লেখকরা। মঞ্চে উপস্থিত থাকবেন পল অস্টার, টিনা ব্রাউন, কিরণ দেশাই, আমান্ডা ফোরম্যান, এএম হোমস, হিসি হুস্টভেট, হরি কুঞ্জরু, গে তালেসের মতো খ্যাতনামা ব্যক্তিত্ব। 

১৯৮৯ সালের কথা। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য সালমন রুশদির ওপর মৃত্যু-ফতোয়া জারি করেছিল ইরান সরকার। তাঁর ওপর চাপানো হয়েছিল ধর্মঅবমাননার অভিযোগ। তারপর কেটে গেছে ৩৩টা বছর। তবে কিংবদন্তি ঔপন্যাসিকের প্রতি এতটুকু মানসিকতা বদলায়নি ইরানের। যাই হোক, ১৯৮৯ সালে রুশদির ওপর ফতোয়া জারির পর তাঁর সমর্থনে সঙ্গবদ্ধ হয়েছিলেন দেশ-বিদেশের নানান লেখক-লেখিকারা। প্রকাশ্যে পড়া হয়েছিল তাঁর গ্রন্থের অংশ। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিন হাজারেরও বেশি মানুষ। এবার ৩ দশক পর একইভাবে কিংবদন্তি লেখকের পাশে দাঁড়াতে চলেছেন বুদ্ধিজীবীরা। 

আগামী শুক্রবার সংশ্লিষ্ট অনুষ্ঠানটির আয়োজিত হতে চলেছে ‘পিইএন আমেরিকা’-র সভাকক্ষে। ‘পিইএন আমেরিকা’ ছাড়াও এই আয়োজনের সঙ্গে জুড়ে রয়েছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, পেঙ্গুইন র্যান্ডম হাউস প্রকাশনা এবং হাউস অফ স্পিকইজি। ‘পিইএন আমেরিকা’-র পক্ষ থেকেই সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। শুধু প্রতিবাদই নয়, এই অনুষ্ঠানেই বিশেষ সম্মান জ্ঞাপন করা হবে আহত লেখককে, এমনটাই জানাচ্ছেন আয়োজকরা…

Powered by Froala Editor

More From Author See More