মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে গোপন ব্যবসার কথা শুনলে আঁতকে উঠি অনেকেই। অবৈধ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন বিভিন্ন মানুষ। এ-নিয়ে খবরের হেডলাইনও হয় প্রায়ই। সম্প্রতি প্রতিবেশী দেশ চিনের একটি খবরে আরেকবার চমকে উঠল বিশ্ব।
ইউ এন হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছে, চিন সংখ্যালঘু ধর্মের মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্যবসায় জড়িত। চিন ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডের জেনেভায় জানায়, উইঘুর মুসলিম এবং ফালুং গং গোষ্ঠী এক্ষেত্রে সবথেকে ক্ষতিগ্রস্ত।
চিনের ট্রাইব্যুনালের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস। সেই গোষ্ঠীর একজন উকিলের কথায়, চিন নির্দয়ভাবে নিরীহ মানুষের হার্ট, কিডনি, লিভার প্রভৃতি কেটে নিচ্ছে। যদিও সে-কথা অস্বীকার করেছে চিন। তাদের মতে, একসময় তারা ফাঁসির আসামিদের অঙ্গ নিলেও, তা বন্ধ হয়ে গিয়েছিল ২০১৫ সালেই।
চিন ট্রাইব্যুনাল নিজেকে স্বাধীন, আন্তর্জাতিক মানুষের ট্রাইব্যুনাল মনে করে। তাদের পাশে আছে ইনটারন্যাশনাল কোঅ্যালিশন টু এন্ড ট্রান্সপ্লান্ট অ্যাবিউজ ইন চায়না। সংস্থাটির এক সদস্য জানান, চিন সরকার অঙ্গ বিক্রির উপর আইনত বাধা জারি করলেও এ-কাজ চলছে। পাশাপাশি, জীবিত মানুষের এইসব অঙ্গ-প্রতঙ্গ বিক্রিও হচ্ছে চড়া দামে। সরকার এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কেন, এ-প্রশ্ন এখন সকলেরই।