শুধুমাত্র ২০১৯-এই গলেছে ৫৩২ বিলিয়ন টন বরফ; সংকটে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ

গ্লোবাল ওয়ার্মিং দাপট চালাচ্ছে পৃথিবীর ওপরে। এ আর নতুন কী? সম্প্রতি একদল জার্মান গবেষক প্রকাশ করল উষ্ণায়ণের জেরে বরফ গলে যাওয়ার সাম্প্রতিক পরিসংখ্যান। আর তাতেই স্পষ্টভাবে উঠে এল ২০১৯-এ তৈরি হয়েছে এক নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার প্রকাশিত এই গবেষণাপত্র জানাল গ্রিনল্যান্ডে আশঙ্কাজনকভাবেই গলছে বরফ।

২০১৯ সালে ৫৩২ বিলিয়ন টন বরফ গলেছে গ্রিনল্যান্ডে, জানালেন গবেষণা। তার মধ্যে ২২৩ বিলিয়ন টন বরফ গলেছে কেবলমাত্র জুলাই মাসেই। এর অস্বাভাবিকতার বোঝাতে গিয়েই বিজ্ঞানীরা তুলে আনেন পূর্ববর্তী বছরগুলির পরিসংখ্যান। যেখানে দেখা যায় ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে বার্ষিক গড় বরফ গলার পরিমাণ ছিল ২৫৪ বিলিয়ন টন। এখনও অবধি রেকর্ড হিসাবে সবথেকে বেশি বরফ গলেছিল ২০১২ সালে। সেই রেকর্ডকে ছাপিয়ে গেল ২০১৯ সালে পরিসংখ্যান।

শুধু গ্রিনল্যান্ডের বরফের গলনের ফলে প্রতি বছর ০.৭৬ মিলিমিটার করে বাড়ছে পৃথিবীর সমুদ্রতল। তবে আগামীতে আরও দ্রুত গলবে এই বরফ, সতর্ক করেছেন গবেষণার সঙ্গে যুক্ত অ্যালফ্রেড ওয়েঙ্গার ইন্সটিটিউটের বিজ্ঞানী স্যাসগেন। স্যাসগেন জানান, গ্রিনল্যান্ড মেরু অঞ্চল এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে মধ্যস্থতা বজায় রাখে। গ্রিনল্যান্ডের এই ভারসাম্যহীন বরফ গলা, ডেকে আনতে পারে বড়-সড় বিপদ। যার থেকে বাঁচার একমাত্র উপায় হল কার্বন নির্গমন কমানো। কিন্তু গত ১০ বছরে ৫ বার তৈরি হয়েছে কার্বন নির্গমনের নতুন রেকর্ড। কাজেই প্রত্যেক দেশের সরকার এই দায়ভার না নিলে, সারা বিশ্বের কাছেই কার্যত অসম্ভব এই বিপত্তি এড়ানো...

Powered by Froala Editor

আরও পড়ুন
অস্বাভাবিক হারে গলছে গ্রিনল্যান্ডের বরফের চাদর, চলতি শতকের শেষে জলস্তর বাড়বে ১ মিটার

Latest News See More