প্রতিদিনের মতই স্বাভাবিকভাবেই দিনটা শুরু হয়েছিল। হঠাৎ করেই কেঁপে উঠল রাজধানী বেইরুটের সীমানা ছাড়িয়ে লেবাননের বিস্তীর্ণ এলাকা। তবে একবার নয়। মিনিটখানেকের মধ্যেই আরও একবার অনুভূত হয় কম্পন। অনেকেই ভেবেছিলেন হয়তো শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত এনেছে। তবে বেইরুটের মানুষজনের বুঝতে অসুবিধা হয়নি, ভয়ঙ্কর বিস্ফোরণ তছনছ করে দিল বন্দরকে। সারা শহরই সাক্ষী ছিল সেই ভয়ঙ্কর শব্দের। সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যে বহুদূর থেকেও চোখে পড়ে কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে কালো ধোঁয়া আর আগুনের ঝলকানি।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বাড়িগুলিতেও ভেঙে যায় জানলার কাঁচ। জানা গেছে ধসে পড়েছে অনেক বাড়ির ব্যালকনিও। বন্দর থেকে ৬ মাইল দূরে অবস্থিত বেইরুট বিমানবন্দরেও ভেঙে পড়ে কাচের দেয়াল এবং ফলস সিলিং। পার্শ্ববর্তী দেশ সাইপ্রেস থেকেও অনুভূত হয় এই বিস্ফোরণ। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। দ্রুত উদ্ধারকার্যে নামে পুলিশ এবং দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার অক্লান্ত প্রচেষ্টা। এখনও অবধি উদ্ধার করা হয়েছে হাজারের বেশি আহতকে। তার মধ্যে অনেককেই সংকটজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। মঙ্গলবার রাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০-এ। আরও কয়েকগুণ বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং লেবাননের স্বাস্থ্যমন্ত্রী।
তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দর অঞ্চলের একটি গুদামে মজুত ছিল দাহ্য পদার্থ। সেখানেই আগুন লেগে এই বিস্ফোরণ। সন্দেহ করা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকেই তীব্র এই বিস্ফোরণ ঘটে। তবে কূটনৈতিক স্তরের বৈঠক চলছে লেবাননে। দেশের উচ্চপদস্থরা খুঁটিয়ে দেখছেন এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা। লেবাননের সন্দেহের চোখে রয়েছে ইজরায়েল। দীর্ঘ শত্রুতারই প্রতিফলন কিনা এই আঘাত, সে-ব্যাপারে তদন্তে নেমেছে লেবাননের প্রশাসন। তবে অন্যদিকে ইজরায়েল আগে থেকেই স্বীকার করে নিয়েছে, এ-বিষয়ে তাদের কোনো হাত নেই। বিদ্বেষ ভুলে সকল রকম সাহায্যের জন্যই প্রস্তুত বলেই বার্তা ইজরায়েলের। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনও।
স্বাভাবিকতায় ফেরার জন্যই এখন মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লেবানন। চেষ্টা চালিয়ে যাচ্ছে আহতদের প্রাণ বাঁচানোর। তবে পুলিশের তৎপরতা, আশ্বাসের পরেও আতঙ্কের মেঘ কাটেনি লেবাননের নাগরিকদের মন থেকে। বিভীষিকা হয়েই বারবার ফিরে আসছে সেই ভয়াল দৃশ্য...
আরও পড়ুন
কেরালায় মৃত ৫ বছরের ছোট্ট হাতি, সন্দেহ সেই বিস্ফোরণের দিকেই
Powered by Froala Editor