হেলিকপ্টার মানে যুদ্ধবিমান নয়। তবে যুদ্ধের ময়দানে হেলিকপ্টারের ব্যবহারও নতুন নয়। বিপন্ন এলাকায় পৌঁছে দ্রুত উদ্ধারকার্য চালানো হোক, বা যুদ্ধের প্রয়োজনীয় রসদ সরবরাহ করা - হেলিকপ্টার ছাড়া গতি নেই। তবে এবার নানা উন্নত যুদ্ধবিমানের মাঝে হেলিকপ্টারের চেহারাতেও পরিবর্তন আসতে চলেছে। বলা ভালো, হেলিকপ্টারের নতুন প্রজন্ম শুরু হতে চলেছে আর ১০ বছরের মধ্যেই। এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে বেল’স ভি-২৮০ ভেলর এবং লকহিড-সিকরস্কাই-বোয়িং’স ডেফিয়ান্ট এক্স-এর মধ্যে। দুটি মডেলই ২০৩০ সালের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছেন নির্মাতারা।
হেলিকপ্টার নির্মাতা সংস্থা বেল তাদের ভি-২৮০ ভেলর হেলিকপ্টারের কথা জানিয়েছিল আগেই। সাধারণ হেলিকপ্টারের চেয়ে এর মালবহনের ক্ষমতা হবে অনেক বেশি। এমনকি আকাশের বুকে এর কসরত দেখানোর ক্ষমতাও অনেক বেশি হবে। তবে ডেফিয়ান্ট এক্স-এর পরিকল্পনা তাকেও বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে। অধিক মাল পরিবহণ বা কসরত দেখানোর বিষয়টি তো থাকছেই। তার সঙ্গে হেলিকপ্টারের একটি বহু পুরনো সমস্যার সমাধানও করতে চলেছে লকহিড কোম্পানি। আর সেই সমস্যা হল ‘রিট্রিটিং ব্লেড স্টল’।
লকহিড কোম্পানির ইঞ্জিনিয়াররা ব্যাখ্যা করেছেন, আসলে হাল্কা এবং দ্রুতগামী হাওয়ার মধ্যে দিক ঠিক রাখা সমস্যার হয় অনেক সময়েই। বিশেষ করে এই সময় দিক পরিবর্তন করতে হলে তো কথাই নেই। খুব সহজেই হেলিকপ্টারের ভারসাম্য বিঘ্নিত হয়। আর এই সমস্যাকেই বলা হয় ‘রিট্রিটিং ব্লেড স্টল’। হেলিকপ্টার চালকদের কাছে এই সমস্যা অতি পরিচিত। তবে আর কিছুদিনের অপেক্ষা শুধু। এরপর আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ ডেফিয়ান্ট এক্স হেলিকপ্টারে থাকছে কাউন্টার রোটেটিং রোটর ব্লেড।
আসলে হেলিকপ্টারের ব্লেড যেমন একদিকে ঘোরে, এখানে থাকবে দুটি ব্লেড। দুটি ব্লেড পরস্পরের বিপরীত দিকে ঘুরবে। ফলে হালকা হাওয়ার মধ্যেও ভারসাম্য রাখা সহজ হবে বলেই জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা। তবে এই আবিষ্কার কোনো হঠাৎ আবিষ্কার নয়। দীর্ঘ কয়েক দশক ধরে অসংখ্য পরীক্ষানিরীক্ষার ফলেই পাওয়া গিয়েছে এই সমাধান। ইতিমধ্যে সমস্ত মডেল নিয়ে সাফল্য পরীক্ষাও করা হয়ে গিয়েছে। ডেফিয়ান্ট এক্স যে সামরিক আকাশযান নির্মাণের ইতিহাসে এক মাইলস্টোন হয়ে থাকবে, তাতে সন্দেহ নেই। তবে প্রযুক্তির পরেও আছে বাণিজ্যের নিয়ম। কোন দেশ কতগুলো হেলিকপ্টার কিনবে, তাই নিয়ে শুরু হয়ে যাবে প্রতিযোগিতাও। তবে তার এক দশক দেরি। ২০৩০ সালের আগে বাজারে আসবে না ডেফিয়ান্ট এক্স।
আরও পড়ুন
যেমন বেণী তেমনি রবে
Powered by Froala Editor