মহাকাশে ‘মল্টেন রিং’, ধরা পড়ল হাবলের চোখে

২০২০ সাল সাক্ষী থেকেছে একাধিক বিরল মহাজাগতিক দৃশ্যের। কখনো খালি চোখে আবার কখনো দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়েছে সেইসব দৃশ্য। বছর শেষের মুহূর্তেও তেমনই এক চমক দিয়ে গেল হাবল স্পেস টেলিস্কোপ। মহাকাশের বুকে এমন এক বস্তুর সন্ধান পাওয়া গেল যা দেখে মনে হয় ঠিক যেন প্রচণ্ড তাপে গলতে থাকা আংটি। বিজ্ঞানীরা এর নামও দিয়েছেন ‘মল্টেন রিং’।

শনিবার হাবলের অনুসন্ধানে ধরা পড়ে জিএএল-সিএলিউএস-০২২০৫৮এস। এই মহাজাগতিক বস্তুটিকে দেখে প্রথমেই চমক লাগে পর্যবেক্ষকদের। ইতিপূর্বে এমন কোনো বস্তু মহাকাশে দেখা যায়নি। তবে নাসা এবং এসার গবেষকরা শেষ পর্যন্ত সেই রহস্য ভেদ করলেন। ইতিপূর্বে এমন দৃশ্য দেখা না গেল তার অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনটা নয়। আজ থেকে প্রায় ১০০ বছর আগে আইনস্টাইন এই ধরণের বস্তুর অস্তিত্বের ধারণা দিয়ে গিয়েছেন।

আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল ‘গ্র্যাভিটেশনাল লেন্সিং’। আর এখানেই মহাকর্ষ শক্তির প্রভাবে আলোর সরলরৈখিক গতি পরিবর্তির হওয়ার ধারণা পাওয়া যায়। এই তাত্ত্বিক ব্যাখ্যার সাহায্যেই মল্টেন রিং-এর রহস্য ভেদ করলেন বিজ্ঞানীরা। সেইসঙ্গে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের পক্ষে এই পর্যবেক্ষণ যে এক অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার, তা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

More From Author See More