দেশের সবচেয়ে বেশি দূষিত বাতাস হাওড়ায়, জানাচ্ছে রিপোর্ট

দূষণ, বা আরও ভালোভাবে বললে বায়ুদূষণ। এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দিল্লি শহরের ছবি। সাধারণ সময়েও মানুষকে মাস্ক পরে ঘুরতে হয় সেখানে। প্রায়ই ধোঁয়াশার কারণে আটকে যায় বিমান চলাচল। কিন্তু এবার বায়ুদূষণের মাত্রায় দিল্লি শহরকেও ছাপিয়ে গেল বাংলার শহর হাওড়া। সম্প্রতি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তালিকায় সবার উপরে নাম তুলে নিয়েছে হাওড়া শহর।

বায়ুদূষণের পরিমাণ মাপার জন্য এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একিউআই ইউনিট। আর তাতে দেখা গিয়েছে দৈনিক গড় একিউআই হাওড়া শহরের জন্য ২৮৫। যেখানে দিল্লির ক্ষেত্রে মাত্রাটা ২১১। দিল্লির আগে আছে রাজস্থানের ভিওয়াড়ি এবং কলকাতা শহরও। রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্টও প্রায় একই কথা বলছে। তাতে দেখা গিয়েছে প্রতি ঘনমিটার বাতাসে পিএম১০ কণার পরিমাণ হাওড়া শহরের ক্ষেত্রে ৯০০ মাইক্রোগ্রামের বেশি। যেখানে সেই মাত্রা ১০০ মাইক্রোগ্রামের উপরে উঠলেই আশঙ্কার যথেষ্ট কারণ আছে।

তবে এর মধ্যেই সাম্প্রতিক বায়ুর গতিবিধি বাতাসকে কিছুটা নির্মল করেছে। কিন্তু অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। শিল্পাঞ্চলের বায়ুতে দূষণ থাকবেই। কিন্তু তা যেন মানুষের বিপদসীমা পেরিয়ে না যায়, সেটাই কাম্য।

Powered by Froala Editor

Latest News See More