মাটির ৩০ মিটার নিচে, কলকাতায় প্রস্তুত দেশের গভীরতম মেট্রো স্টেশন

মাটির নিচ দিয়ে ছুটে যায় বলে একসময় তার ডাকনাম ছিল পাতাল রেল। আজকাল অবশ্য মাটির উপরেও ছুটে যায় কলকাতা মেট্রো। কিন্তু সেই ট্রেন যদি গঙ্গা পেরিয়ে পৌঁছে যায় অপর প্রান্তে, তাহলে খানিকটা আলাদা আগ্রহ তো জন্মাবেই। স্বাভাবিকভাবেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। আর এই করোনা আবহে নির্মাণের কাজ বারবার বাধা পেলেও অবশেষে তা শেষ হল।

হাওড়া মেট্রো স্টেশনের কাজ শেষ হওয়ার পরেই তৈরি হল আরেকটি রেকর্ড। এদেশের গভীরতম মেট্রো স্টেশন এটিই। ভূপৃষ্ঠ থেকে গভীরতায় যা হার মানাবে দিল্লির হাউজ খাস স্টেশনকেও। মাটি থেকে ৩০ মিটার নিচে গেলে তবেই সন্ধান পাবেন এই ঝাঁ চকচকে মেট্রো স্টেশনের। স্টেশনটি লম্বায় ২০৬ মিটার এবং প্রস্থে ৩৩ মিটার। অত্যাধুনিক এই স্টেশনে আছে ৪টি প্ল্যাটফর্ম যেখান দিয়ে ৫ সেকেন্ড অন্তর ট্রেন চলতে পারে। সেইসঙ্গে আছে ৩টি প্রবেশদ্বার এবং ১২টি লিফট। সঙ্গে আছে স্ক্রিন ডোর সহ অন্যান্য অত্যাধুনিক পরিষেবা।

বর্তমানে হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক নিচেই তৈরি হয়েছে এই মেট্রো স্টেশন। দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান জেলার এলাকাগুলির কাছে হাওড়া স্টেশনই কলকাতার প্রবেশদ্বার। আর বর্তমানে সেই স্টেশনের সঙ্গেই যুক্ত হল মেট্রো পরিষেবাও। ফলে রেলযাত্রা যখন আবার স্বাভাবিক ছন্দে ফিরবে তখন নিত্য যাত্রীদেরও যথেষ্ট সুবিধা হবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

Powered by Froala Editor

আরও পড়ুন
এবার থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে স্মার্টকার্ড, ঘোষণা কলকাতা মেট্রোর

Latest News See More