আমেরিকার রাজনৈতিক পরিবর্তন কি আদৌ প্রভাব ফেলবে ভারতে?

প্রায় সপ্তাহখানেক ধরে সারা বিশ্বের চোখ ছিল আমেরিকার নির্বাচনের দিকে। অবশেষে সমস্ত টানাপোড়েনের অবসান ঘটিয়ে শনিবার রাতে নিশ্চিত হল জো বাইডেনের জয়। আবারও হোয়াইট হাউসে ফিরল ডেমোক্র্যাটরা। তবে মার্কিন সেনেটের ক্ষমতা বদল তো শুধু আমেরিকার ভৌগলিক মানচিত্রেই সীমাবদ্ধ থাকে না। সেইসঙ্গে সারা বিশ্বের রাজনীতিও নতুন খাতে এসে পড়ে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন ওঠে, ভারতের রাজনীতিতে কতটা প্রভাব পড়তে চলেছে এই ক্ষমতা পরিবর্তনের।

জো বাইডেনের জয়ের সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কমলা হ্যারিস। এই প্রথম মার্কিন সেনেটে জায়গা পেলেন কোনো ভারতীয় বংশোদ্ভূত। ফলে স্বাভাবিকভাবেই আশা থেকে যায়, এর প্রভাব পড়বে ভারতের রাজনীতিতেও। কিন্তু রাষ্ট্রীয় নীতি চলে নানা জটিল সমীকরণের মধ্যে দিয়ে। বিগত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক পরিসরে নিজের প্রভাব হারিয়েছে আমেরিকা। বাইডেনের উপর তাই স্বাভাবিকভাবেই চাপ থাকবে, সেই ক্ষমতাকে ফিরিয়ে আনার। এরকম পরিস্থিতিতে ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা প্রায় নেই। তাছাড়া চিন-ভারত সীমান্ত সংঘর্ষ নিয়েও অবস্থান নিতে হবে আমেরিকাকে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করেছিলেন বারাক ওবামা। ইরান এবং আরবের মধ্যে দ্বন্দ্ব নিজেদেরই মিটিয়ে নিতে বলেছিলেন। এক্ষেত্রে বাইডেনও সেই একই পথে হাঁটবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও চিন-ভারত যুদ্ধ নিয়ে একাধিক মন্তব্য শোনা গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। কিন্তু বাস্তবে আমেরিকা এই বিষয়ে উদাসীনই থেকেছে। যদিও চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের যে উন্নতি ঘটেছিল, তাই হয়তো এর পিছনে মূল কারণ ছিল। বাইডেনও সেই সম্পর্ককে আবার তিক্ত করতে চাইবেন না বলেই মনে করছেন অনেকে।

তবে যে কয়েকটি বিশেষ ইস্যুকে সামনে রেখে আমেরিকার এই পটপরিবর্তন ঘটে গেল, তার প্রভাব হয়তো এবার সারা পৃথিবীতেই পড়বে। প্রকৃতি-পরিবেশ আন্দোলনকে সামনে রেখেই রাজীতিতে জায়গা করে নিয়েছেন বাইডেন। সাম্প্রতিক নির্বাচনেও তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন গ্রেটা থানবার্গের মতো পরিবেশ আন্দোলনের আন্তর্জাতিক মুখ। অন্যদিকে চিনের স্বরাষ্ট্র এবং বিদেশ নীতিতে বারবার পরিবেশ ধ্বংসের প্রসঙ্গ উঠে এসেছে। ফলে এখানে চিনের সঙ্গে একটা সংঘাত ঘটতে চলেছে আমেরিকার। আবার ইউরোপের রাজনীতিতেও বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের সূত্রে আমেরিকার প্রভাব বাড়তে চলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব বৃদ্ধিতেও ইউরোপ একটা বড় ভূমিকা রাখতে পারে। তবে ভারতের রাজনৈতিক পরিসরে আমেরিকার নির্বাচনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। বরং আন্তর্জাতিক অর্থনীতিই ভারতের রাজনীতির মূল নিয়ামক হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন অনেকে।

Powered by Froala Editor

Latest News See More