পিঠে সওয়ারি চাপাতে অনীহা, মৃত্যুর অভিনয় ঘোড়ার!

চালাকি কি শুধু মানুষ একাই করে নাকি? জীবজন্তুরাও কম যায় না চালাকিতে। ছোটবেলায় আমরা প্রায় সবাই সেই বণিক ও গাধার গল্প শুনেছি। মালিক প্রতিবার গাধার পিঠ বোঝাই করে মাল তুলত। আর গাধা সেতু পেরোনোর সময় ইচ্ছে করে জলে পড়ে যেত, যাতে সব মাল জলে পড়ে বোঝা হালকা হয়ে যায়।

এটা নিছক গল্পই, না সত্যি – তা আমাদের জানা নেই। তবে জিঙ্গাং-এর গল্প সত্যি। কে জিঙ্গাং? একটি ঘোড়া। শুধু ঘোড়া বললে ভুল বলা হবে। বলা ভাল অভিনয়ে পারদর্শী ঘোড়া।

https://www.facebook.com/frasisco.zalar.9/videos/173767363758806/

সম্প্রতি ফ্রাসিস্কো জালাসার তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা গেছে, যখনই জিঙ্গাং-এর পিঠে কেউ ওঠার চেষ্টা করেছে কিংবা ওঠার জন্য এগিয়েছে, তখনই জিঙ্গাং মরে যাওয়ার ভান করছে। তবে ঘোড়ার ট্রেনার হিসেবে ফ্রাসিস্কো নিজে সেখানে উপস্থিত ছিলেন কিনা, তা স্পষ্ট নয়।

ঘোড়ার এই অভিনয় দেখে হতবাক সকলেই। যেভাবে মৃত্যুর ছলনা করে অন্যদের সওয়ারি হতে দিচ্ছে না সে, তাতে তার বুদ্ধি নিয়ে সন্দেহ থাকতে পারে না। শিবরাম যতই ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি নিয়ে গল্প লিখুন, সব ঘোড়া যে সেই ‘মস্করা’ পছন্দ করে না, তা প্রমাণিত হল এবার।

Latest News See More