বাড়িতেই পৌঁছে যাবে স্যানিটারি ন্যাপকিন, মহিলাদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ

করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব প্রায় শুনশান। হুহু করে বেড়েই চলেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ঘরবন্দি বহু মানুষ; অনেকে অনিশ্চয়তার মুখেও পড়েছেন। এই অবস্থায় অনেক সংগঠন, প্রতিষ্ঠান অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আছেন। প্রয়োজনীয় ওষুধ, খাবার পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এইরকমই উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের এসএফআই-ডিওয়াইএফআইয়ের গার্ডেনরিচ শাখা। তবে এই উদ্যোগ সবার থেকে একটু আলাদা। ওষুধ, মাস্ক, স্যানিটাইজারের সঙ্গে তাঁরা বেছে নিয়েছেন স্যানিটারি ন্যাপকিনকে। এবং সেটাই এলাকার ঘরে ঘরে বিলি করা হচ্ছে।

আরও পড়ুন
ঘরে-ল্যাবরেটরিতেই তৈরি হ্যান্ড স্যানিটাইজার, সৌজন্যে কলকাতার ছাত্রসমাজ

এই ছাত্র সংগঠনদুটির পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা নিয়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি দিয়ে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানো, এটাই লক্ষ্য। কিন্তু যে সব মহিলাদের ঋতুচক্র শুরু হয়েছে, তাঁরা কী করবেন? এই সময় তো তাঁদের সতর্ক থাকা উচিত। এদের জন্য সবথেকে বেশি দরকার যে জিনিসটি, সেটা হল স্যানিটারি ন্যাপকিন। কিন্তু চারিদিকে যা পরিস্থিতি, তাঁরা ঘর থেকেও বেরোতে সাহস পাচ্ছেন না; এদিকে চিরকালের ‘ট্যাবু’র জন্য কাউকে বলতেও পারছেন না। তাঁরা যাতে অসুবিধায় না পড়েন, সেই জন্য এগিয়ে এসেছেন শ্রুতি সরকার, সঞ্চয়িতা পাত্র-রা। গার্ডেনরিচ অঞ্চলে যাতে কোনো ঋতুমতী মহিলা অসুবিধায় না পড়েন, তার জন্য ঘরে ঘরে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
করোনা রুখতে কাজে ফিরলেন কয়েক হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার ও নার্স

এই কর্মকাণ্ডের অন্যতম উদ্যোক্তা শ্রুতি সরকার প্রহরকে বলছিলেন, “কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গতকাল মেডিকেল স্টোর থেকে স্যানিটারি ন্যাপকিনও সংগ্রহ করা হয়ে গিয়েছে। এবার বিলি করা শুরু হবে। তবে সমস্যাটা হল সামাজিক সচেতনতার ক্ষেত্রে। দুর্ভাগ্যজনক হলেও, এখনও পিরিয়ডকে ‘ট্যাবু’ হিসেবে দেখা হয় অনেক জায়গায়। আমাদের সবার একান্ত আবেদন— ঘরে বসে শারীরিক অসুবিধা চেপে না থেকে, কোনোরকম সংকোচ না করে আমাদের জানান। আমরা ঠিক সময় স্যানিটারি ন্যাপকিন নিয়ে পৌঁছে যাব। কাউকে বেরোতেও হবে না ঘর থেকে। কিন্তু জানানোটা আগে দরকার। ঋতুচক্র শুরু হলে নির্দ্বিধায় যোগাযোগ করুন।”
সমস্ত দিক থেকে যাতে সবাই সুস্থ থাকে, সেই চেষ্টাই করা হচ্ছে সব মহল থেকে। সবাই যাতে সামাজিক ‘ট্যাবু’ ভেঙে নিজেদের অসুবিধার কথা বলতে পারেন, সেই জন্যই তো এই উদ্যোগ। সুস্থ থাকাটাই তো আসল! এই বার্তাই দিতে চান শ্রুতি, সঞ্চয়িতারা।

যোগাযোগ -
শ্রুতি সরকার – 8240457565
সঞ্চয়িতা পাত্র - 6291908075