তিন দশকে ভারতে শিশুমৃত্যু হ্রাস ৭০ শতাংশেরও বেশি

প্রতিটা শিশু এক নতুন জীবনের স্বপ্ন নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই স্বপ্ন অকালেই শেষ হয়ে যায়। কখনো রোগে বা কখনো অনাহারে মৃত্যু হয় বহু শিশুর। কেউ কেউ ৫ বছর বয়স হওয়ার আগেই এই পৃথিবী থেকে বিদায় নেয়। তবে আশার কথা, বিগত ৩ দশক ধরে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশুমৃত্যুর হার অনেকটাই কমেছে। আর ভারতের ক্ষেত্রে এই সংখ্যাটা নেমেছে ২৭ শতাংশেরও নিচে।

সম্প্রতি ইউনিসেফের পক্ষ থেকে প্রতিটি দেশের শিশুমৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আর তাতে দেখা গিয়েছে, ১৯৯০ সালে যেখানে প্রতি হাজার জন শিশুর মধ্যে ১২৬ জনের মৃত্যু হত ৫ বছরের আগে, সেখানে ২০১৯ সালে সংখ্যাটা দাঁড়ায় ৩৪। ৭০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। যদিও এখনও পর্যন্ত সারা পৃথিবীর মোট শিশুমৃত্যুর এক-তৃতীয়াংশ ঘটনাই ঘটে ভারত এবং নাইজেরিয়ায়। তাই শেষ পর্যন্ত এই পরিসংখ্যানে আশার আলো কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে ইউনিসেফের রিপোর্টে একটি বিষয় পরিষ্কার, সারা পৃথিবী জুড়েই শিশুমৃত্যুর সংখ্যা কমেছ উল্লেখযোগ্য হারে। আর এই উন্নতির পিছনে আছে চিকিৎসা শাস্ত্রের বৈপ্লবিক উন্নতি। বিগত ৩ দশক ধরে শিশুদের যাবতীয় রোগ (যেমন সেপসিস, নিউমোনিয়া, ডায়রিয়া) প্রভৃতি যথেষ্ট নিয়ন্ত্রণে এসেছে। তাছাড়া টিকাকরণ প্রক্রিয়ার ফলেও বহু প্রাণ রক্ষা পেয়েছে। তবে তার পরেও নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, কঙ্গো এবং ইথিওপিয়ার শিশুমৃত্যুর হার যথেষ্ট চিন্তার বলেই মনে করছেন বিশেষজ্ঞ দল।

Powered by Froala Editor

আরও পড়ুন
পরিবেশে গাছের উপস্থিতি শিশুদের বুদ্ধিমত্তা বাড়ায়, জানাল সাম্প্রতিক গবেষণা

Latest News See More