সিনেমার জগতে ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স’ একটা আবেগের নাম। বহু অসাধারণ সিনেমার সঙ্গে জুড়ে আছে এই নাম। সিনেমা শুরুর আগেই রুপোলি পর্দায় ভেসে উঠত কয়েকটি সার্চ লাইট। আর সেখান থেকে আলো এসে পড়ত সোনালি হরফে লেখা ফক্সের লোগোতে। পিছনে বেজে উঠত ট্রাম্পেট। সোনালি অক্ষরে লেখা এই শব্দবন্ধ যেন একপ্রকার আশ্বাসই দিত সিনেমার মানের ব্যাপারে। তবে বিনোদন শিল্প থেকে এবার মুছে যাচ্ছে এই বহুল পরিচিত নামই। এবার একটা যুগের শেষ টানতে চলেছে ওয়াল্ট ডিজনি।
গত বছর রুপার্ট মার্ডকের থেকে ফক্স মিডিয়ার মালিকানা কিনে নিয়েছিল ডিজনি। এই বিপুল সম্পত্তি বিক্রি হয়েছিল ৭১.৩ বিলিয়ন ডলার মূল্যে। তারপরই দীর্ঘ ৮৫ বছরের পুরনো এই সিনেমা ইন্ডস্ট্রির নাম বদলে ফেলা হয়েছিল গত জানুয়ারি মাসে। ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স’ থেকে করা হয়েছিল ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস’। পাশাপাশি ‘ফক্স টেলিভিশন স্টুডিও’-র নাম পাল্টে রাখা হতে চলেছে ‘টাচস্টোন টেলিভিশন’। অন্যদিকে ডিজনি নাম বদল করছে তাঁদের একাধিক টেলিভিশন স্টুডিয়োরও। এবিসি স্টুডিও এবং এবিসি সিগনেচার স্টুডিও এবার থেকে পরিচিত হবে এবিসি সিগনেচার নামেই। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ডিজনি টেলিভিশন স্টুডিয়োর সভাপতি ক্রেগ হিউনেগস। তবে তিনি আশ্বাস দিয়েছেন ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স’-এর নাম বদল হয়ে গেলেও লোগো ছাড়া ব্র্যান্ডিংয়ের সবকিছুই এক থাকবে। অপরিবর্তির থাকবে সেই চিরাচরিত সার্চ লাইট এবং ট্রাম্পেটের সুরও।
টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের যাত্রা শুরু হয়েছিল ১৯৩৫ সালে। একত্রিত হওয়া টোয়েন্টিয়েথ সেঞ্চুরি পিকচারস এবং ফক্স ফিল্মস নিয়ে গড়ে উঠেছিলেও এই বিনোদন শিল্প। ১৯৪৯ নাগাদ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ফক্স। ফক্সের তৈরি ব্যাটম্যান, দ্য সিম্পসন, মস অন্যমাত্র এনেচ দিয়েছিল বিনোদন জগতে। পরবর্তীকালে টাইটানিক, স্পাইডারম্যান, এক্স-ম্যান সিরিজ, আভাতারের মতো অজস্র সিনেমা দর্শকদের উপহার দিয়েছিল ফক্স ইন্ডাস্ট্রি। অন্যদিকে ডিজনির পথ চলা শুরু হয়েছিল ১৯৩৭ সালে।
ডিজনির পকেটে আগে থেকেই ঢুকেছিল স্টার ওয়ার্স ফ্র্যানচাইজি, মার্ভেল স্টুডিয়োস। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টারের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিল ডিজনি প্লাস। কথা চলছে নেটফ্লিক্সের সঙ্গেও।
আরও পড়ুন
হিন্দি সিনেমায় ব্যর্থ হলেন ‘বহিরাগত’ উত্তমকুমার, ষড়যন্ত্রে জড়িত বলিউডের রথী-মহারথীরাও?
আমেরিকার সংবাদমাধ্যম হিসাবে ডিজনির এবিসি নেটওয়ার্ক একটি যথেষ্ট প্রভাবশালী চরিত্র। এই বছরের শুরুতেই কথা উঠেছিল ডিজনি, ফক্সের সংবাদমাধ্যমকেও কিনে নিতে চলেছে। তবে সে ব্যাপারে ডিজনি জানিয়েছিল রুপার্ট মার্ডকের সংবাদমাধ্যম দক্ষিণপন্থী হওয়ায়, ডিজনি আগ্রহী নয়...
Powered by Froala Editor
আরও পড়ুন
সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’-র মুক্তিও অনলাইনে! বড়ো পর্দার দাবিতে সরব অনুরাগীরা