শীতের পথ-সারমেয়দের পাশে হিমাচলের স্বেচ্ছাসেবী সংস্থা

গত ডিসেম্বর মাসের কথা। আন্তর্জাতিক সংস্থা ‘পেট কেয়ার’ প্রকাশ করেছিল স্টেট অফ পেট হোমলেসনেস ইন্ডেক্স। আর সেই সমীক্ষায় ভারতের সংগ্রহ ছিল ১০-এর মধ্যে মাত্র ২.৪ পয়েন্ট। স্পষ্টতই উঠে এসেছিল শুধু বন্য প্রাণীই নয়, পথপ্রাণী এবং পোষ্যরাও সমানভাবেই বিপন্ন ভারতে। শুধুমাত্র ৮ কোটির বেশি পথ-কুকুর (Stray Dogs) এবং বেড়াল (Cats) রয়েছে ভারতে। তবে অন্যান্য দেশের মতো তাদের ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেয়নি ভারত সরকার। মহামারীর সময়ে তাদের সম্মুখীন হতে হচ্ছে আরও চরম খাদ্য সংকটের। সরকারি উদ্যোগের এই শূন্যস্থান পূরণ করতে এবার অভিনব পদক্ষেপ নিল স্পিতি উপত্যকার (Spiti Valley) স্বেচ্ছাসেবী সংস্থা ‘পিপল ফার্ম’ (Peepal Farm)। 

ধর্মশালার নিকটবর্তী ধনোতু গ্রামের সংগঠনটি বিগত কয়েক বছর ধরেই কাজ করে আসছে পশু উদ্ধার এবং পশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতাবৃদ্ধি নিয়ে। এবার পথ-সারমেয়দের খাদ্যের চাহিদা মেটাতে তারা শুরু করল বিশেষ কর্মসূচি। ‘স্পিতি ডগ ফিডিং উইন্টার প্রোগ্রাম’। এই প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় চার শতাধিক রাস্তার কুকুরকে খাদ্য সরবরাহ করছে সংশ্লিষ্ট সংস্থাটি।

মহামারীর আবহে যেমন টান পড়েছে পথপ্রাণীদের খাদ্যে। তেমনই সেই সংকটকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে শীতকাল। হিমালয়ের কোলে অবস্থিত হওয়ায় জাঁকিয়ে শীত পড়ে উত্তরভারতের রাজ্যটিতে। তাপমাত্রা নেমে যায় -২০ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে পর্যটকদের আনাগোনা কম হওয়ায় বন্ধ থাকে রেস্তোরাঁ ও হোটেলগুলি। প্রায় জনশূন্য হয়ে যায় পর্বতের উপরের দিকের গ্রামগুলিও। স্বাভাবিকভাবেই এক প্রকার অনাহারে দিন পথ-সারমেয়দের। ফলে বাধ্য হয়েই আইবেক্স, ব্লু শিপ ইত্যাদী বন্যপ্রাণীদের শিকার করে কুকুরের দল। তাতে বাস্তুতন্ত্রেরও যথেষ্ট ক্ষতি হয়, তা আর বলার অপেক্ষা থাকে না। 

এই সমস্যার সমাধান হিসাবেই বিশেষ প্রকল্পটি চালু করে সংশ্লিষ্ট সংস্থাটি। চিচাম, কিব্বার, খুরিক, রঙ্গরিক, লাদং এবং কাজা— হিমাচলের এই ছ’টি গ্রামে বিশেষ ডগ শেল্টারহোম গড়ে তুলেছে সংস্থাটি। সবমিলিয়ে ১২ জন মহিলা কর্মীদের দিয়ে পরিচালিত হচ্ছে গোটা প্রকল্পটি। শুধু খাদ্য প্রস্তুত এবং সরবরাহই নয়, পথ-সারমেয়দের পরিচর্যারও দায়িত্ব পালন করছেন তাঁরা।

আরও পড়ুন
ভিডিও কল করবে পোষ্য কুকুর! কীভাবে?

বিগত ডিসেম্বর মাস থেকেই চলছে হিমাচলের স্বেচ্ছাসেবী সংস্থাটির এই কর্মসূচি। আগামী এপ্রিল পর্যন্ত এই শেল্টারহোমগুলিতে জায়গা দেওয়া হবে তাদের। তারপর পথ-সারমেয়দের ফিরিয়ে দেওয়া হবে রাস্তায়। ‘পিপল ফার্ম’-এর এই উদ্যোগ যেমন বন্যপ্রাণীর সংরক্ষণে সাহায্য করছে, এমনই বিপন্ন হওয়ার মুখ থেকে ফেরাচ্ছে পথপ্রাণীদের…

আরও পড়ুন
এই সেতুতে এলেই ‘আত্মহত্যা’র চেষ্টা করে কুকুররা, কেন?

Powered by Froala Editor

আরও পড়ুন
কুকুরের চিৎকারে বিরক্ত একলব্য, নিক্ষেপ করলেন একসঙ্গে সাতটি তীর!