বিশ্বের নানা প্রান্তে যে সমস্ত যীশুর মূর্তি রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বোধহয় ব্রাজিলের ‘ক্রাইস্ট দ্য রিদিমার’। তবে বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উঁচু যীশুর মূর্তি নয়। পোল্যান্ডের ‘ক্রাইস্ট দ্য কিং’ সেই স্থানটি অধিকার করে আছে।
প্রায় ১০৮ ফুট উঁচু এই মূর্তিটি যদিও পুরনো নয়। ২০১০ সালের নভেম্বরে এটি সম্পূর্ণ হয়েছে। দুই হাত প্রসারিত, সাদা এই যীশুর মূর্তিটির সবথেকে চমকপ্রদ বস্তু হল মুকুট। প্রায় ৯ ফুট উঁচু এই সোনালি মুকুটটি শুধু স্থাপত্যকীর্তির জন্য নয়। বরং এর সঙ্গে যুক্ত আছে বেশ কিছু অ্যান্টেনা এবং অন্যান্য যন্ত্রাংশ; যার মাধ্যমে সিগনাল ব্রডকাস্টও করা সম্ভব। অর্থাৎ, এই পুরো মূর্তিটিকে একটা সিগনাল টাওয়ারের মতোও ব্যবহার করা হয়। ভিক্টোরিয়ার পরীর কথা মনে পড়ছে কি?