পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, জেনে নিন নতুন সূচি

জল্পনা চলছিল অনেকদিন ধরেই। নানা টালবাহানার পর অবশেষে উচ্চমাধ্যমিক নিয়ে সিদ্ধান্তে এল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা ভাইরাসের জেরে সাময়িক স্থগিত রাখা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সমস্ত পরীক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ।

আরও পড়ুন
করোনা-সতর্কতা বাংলাদেশে, স্থগিত বঙ্গবন্ধুর শতবর্ষের অনুষ্ঠান

গোটা বিশ্বের সঙ্গে ভারতেও করোনা পরিস্থিতি বেশ উদ্বিগ্ন। নানা জায়গায় স্কুল, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের যাবতীয় কাজ ঘরে থেকেই করছে। পশ্চিমবঙ্গেও চলছে সেই পরিস্থিতি। এমন অবস্থায় এখানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সামনেই ছিল উচ্চমাধ্যমিক। এই পরীক্ষা স্থগিত করা হবে কিনা, তা নিয়ে নানা মহলে চলছিল জল্পনা। পরীক্ষা শুরুও হয়ে গিয়েছিল ১২ মার্চ থেকে। কয়েকদিন আগেই শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা ভাবছেন তাঁরা। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এখন আর স্থগিত করা যাবে না।

আরও পড়ুন
করোনা-আতঙ্ক ইউরোপ জুড়ে, পিছিয়ে গেল ২০২০ সালের ইউরো কাপ

কিন্তু সম্প্রতি অবস্থা বদলেছে। তিনজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এবার আর ঝুঁকি নিতে পারছেন না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সিবিএসই, আইসিএসই বোর্ডের মতো উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাও আপাতত স্থগিত রাখা হল। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ যে পরীক্ষাগুলি ছিল, সেগুলো ১৫ এপ্রিলের পর করা হবে। কবে হবে, সেটা এখনও জানায়নি শিক্ষা দফতর। পরবর্তী বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হবে।    

Latest News See More