স্বর্ণপদক পেল আফ্রিকান ইঁদুর! সাহসিকতার জন্য বিরল সম্মান ‘মগবা’-র

ছোট্ট একটি প্রাণী মগবা। না, উপনিষদের চরিত্র নয়, ছোট্ট একটি আফ্রিকান ইঁদুর। আর তার গলাতেই শোভা পাচ্ছে একটি সোনার মেডেল। সাহসিকতার জন্য এই পুরস্কার পেয়েছে সে। আর পৃথিবির ইতিহাসে এই প্রথম কোনো ইঁদুর এমন সম্মান পেল। সত্যিই অবাক করা ঘটনার সাক্ষী থাকল ২০২০ সাল।

ইংল্যান্ডের প্রাণী বিষয়ক সংস্থা পিডিএসএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই পৃথিবীতে সমস্ত প্রাণীর মধ্যেই সাহসিকতা লুকিয়ে থাকে। আর সেই সাহস যে কাউকে নায়কোচিত কাজে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধু মানুষেরই খোঁজ রাখি। কিন্তু মনুষ্যেতর প্রাণীদের সাহসিকতার সম্মান জানাতেই প্রতি বছর একটি করে প্রাণীকে স্বর্ণপদক প্রদান করেন তাঁরা। কিন্তু এতদিন পর্যন্ত সমস্ত প্রাপকই ছিল কুকুর। এই প্রথম অন্য কোনো প্রজাতির প্রাণী এই সম্মানে সম্মানিত হল। আর সেই প্রাণীর নাম মগবা।

মগবা সহ আরও বেশ কিছু আফ্রিকান জায়েন্ট র্যা টকে নিয়ে তানজানিয়ায় গড়ে উঠেছে একটি সামরিক বাহিনী। এই বাহিনীর কাজ মাটির নিচে লুকিয়ে থাকা ল্যান্ডমাইন খুঁজে দেওয়া। ইঁদুর ছোট এবং হাল্কা প্রাণী হওয়ায় ল্যান্ডমাইন রাখা মাটির উপর দিয়ে হেঁটে গেলেও বিষ্ফোরণ ঘটে না। এখনও পর্যন্ত ৩৯টি ল্যান্ডমাইন এবং ২৮টি অন্যান্য বিষ্ফোরক পদার্থের সন্ধান দিয়েছে মগবা। আর এই কাজের জন্যই এবারের পিডিএসএ গোল্ড মেডেলের প্রাপক এই ছোট্ট প্রাণীটিই।

Powered by Froala Editor

Latest News See More