বেনজির তাপপ্রবাহে জাপানে মৃত ৫৭, হাসপাতালে ১৮ হাজার মানুষ, পুড়ছে গোটা বিশ্ব

মানব সভ্যতার ইতিহাসে এই বছরেই উষ্ণতম জুলাই মাস দেখেছে গোটা বিশ্ব। তাপপ্রবাহে পুড়েছে ইউরোপ, আমেরিকার শীতল দেশগুলিও। আর, ভরা বর্ষার মধ্যেই ভয়ঙ্কর ‘তাপপ্রবাহের’ কবলে পড়েছে জাপানও। সেই তাপপ্রবাহে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫৭ জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ।

সাম্প্রতিককালে, প্রতি বছরই এমন ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়ছে জাপান। গত বছরেও একসময় তাপমাত্রা পৌঁছেছিল ১০৬ ডিগ্রি ফারেনহাইটে। মৃত্যুও হয়েছিল ৬৫ জনের। এবারে, তাপপ্রবাহে মৃত্যু ঠেকাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল জাপান প্রশাসন। তাতেও মৃত্যু ঠেকানো যায়নি। এমনকি, তাপমাত্রা গত বছরের রেকর্ডও ভেঙে ফেলবে বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জুলাই এমনিতে বর্ষার মাস। কিন্তু বিশ্বজুড়েই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে চমকে দিয়েছে জুলাই। এ কি নতুন কোনও অশনি সংকেত? জাপানবাসীর মতো আতঙ্কিত সমস্ত বিশ্ববাসীই।

ছবিসূত্র: জাপান টাইমস

Latest News See More