চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র, বিকল কিডনিও

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বেলভিউ নার্সিং হোমে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। এর মধ্যে তাঁর করোনামুক্ত হওয়ার খবরে সাময়িক স্বস্তি পেয়েছিলেন অভিনয়মুগ্ধ অসংখ্য দর্শক। কিন্তু অষ্টমীর রাত থেকে আবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আবারও ভেন্টিলেশনে নেওয়া হয়েছে প্রবীণ অভিনেতাকে।

নার্সিং হোম সূত্রে খবর, করোনার প্রভাব থেকে মুক্ত হলেও সুস্থ হতে পারছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এর জন্য বার্ধক্যজনিত সমস্যা ও শরীরে অসংখ্য কো-মর্বিডিটির লক্ষণকেই দায়ী করছেন চিকিৎসকরা। সোমবার তাঁর শ্বাসকষ্ট আবার বেড়ে ওঠে। দুপুর ৩-টের সময় ইনটিউবেট করা হয় তাঁকে। আপাতত তাঁকে আবারও ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

সোমবার রাত থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আবারও উদ্বেগজনক হয়ে ওঠে। কোনো চিকিৎসাতেই তিনি সাড়া দিচ্ছেন না বলে জানানো হয়েছে। সেইসঙ্গে রক্তের চাপ এবং ইউরিয়ার আধিক্য উদ্বেগ বাড়িয়ে চলেছে। কাজ করছে না একটি কিডনিও। মঙ্গলবার সন্ধ্যের মধ্যেই অভিনেতার পরিবারের সঙ্গে চিকিৎসকরা আলোচনায় বসতে পারেন বলে জানানো হয়েছে। কথা হতে পারে প্লাজমাফেরাসিস চিকিৎসা নিয়েও।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির আগে পর্যন্ত নিয়মিত শুটিং ফ্লোরে উপস্থিত থেকেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়সের ভারে তাঁকে বিপর্যস্ত মনে হয়নি কখনোই। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্যের দিকে তাকিয়ে আছেন অসংখ্য গুণমুগ্ধ মানুষ। সেইসঙ্গে আবারও অভিনয়ের মঞ্চে অভিভাবকের অপেক্ষায় আছে টলিউড জগৎ।

Powered by Froala Editor

Latest News See More