গ্রামের মহিলাদের একত্রিত করে চোলাইয়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন শিক্ষক

তিনি বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক। নাম সুব্রত মহাপাত্র। তবে শুধু স্কুলের গণ্ডিতেই সীমাবদ্ধ নয় তাঁর কাজ। স্কুল ছুটি হলেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন গ্রামে গ্রামে, চোলাই মদ বিরোধী প্রচার করতে।


বিদ্যালয়ের কাছে নারায়ণপুর, কইমা, নতুনডিহি সহ বিভিন্ন গ্রামের যুবকরা চোলাইয়ের নেশায় আচ্ছন্ন হয়ে থাকে। তাই চোলাই মদ সম্পর্কে মানুষকে সচেতন করতেই তাঁর এই উদ্যোগ। নিজের পকেট থেকে টাকা খরচা করে ৩০০০ পোস্টার ছাপিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে। ভরসা পেয়েছেন গ্রামের সাধারণ বধূরা। কেননা, তাঁদের স্বামীদের কিছু হয়ে গেলে গোটা সংসারকে পথে বসে যেতে হয়।


মদ খেয়ে ঘরে ফিরে বধূ নির্যাতনের ঘটনা ভারতে নেহাত কম নয়। রাত হলেই মদ খেয়ে অশান্তি যেন স্বাভাবিক ঘটনা। তাই গ্রামের মহিলাদের একত্রিত করে মদ বিরোধী প্রচার শুরু করেছেন সুব্রতবাবু।


মদ ও চোলাই মুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এই লড়াইয়ে তিনি শুধু গ্রামের বধূদেরই পাশে পাননি, পেয়েছেন কিছু যুবককেও। তাদের মধ্যেই কেউ কেউ পোস্টার লাগিয়ে এই উদ্যোগে সামিল হয়েছেন। আগামী দিনে মদ বিরোধী প্রচার যাতে আরও বেশি করে করা যায় তার জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন বেলিয়াবেড়ার বিডিও জিশান খান।


তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন ওই অঞ্চলের স্থানীয় পুলিশ প্রশাসন।