বাংলাদেশের সর্বজনশ্রদ্ধেয় জননেতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এই ২০২০ সাল। আর ঠিক পরের বছরই ৫০ বছরে পা দেবে স্বাধীন বাংলাদেশ। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস আবারও মনে করার সময় এস উপস্থিত। আর এই সময়কে মাথায় রেখেই সেদেশের ভারতীয় হাইকমিশন আয়োজন করল বিশেষ এক অনুষ্ঠান। মুজিব শতবর্ষকে মাথায় রেখে বিশেষ পুস্তক বিতরণ অনুষ্ঠানের কথা জানিয়েছে বাংলাদেশ ভারতীয় হাইকমিশন।
আগস্ট ১৮-১৯ তারিখে বাংলাদেশ সফরে যান ভারতের বিদেশমন্ত্রী হর্ষবর্ধন শ্রীঙ্গল। সেইসময়েই সেদেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় উঠে আসে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণের কথাও। আর এর মধ্যেই সম্প্রতি এক ট্যুইট বার্তায় পুস্তক বিতরণ অনুষ্ঠানের কথা জানায় ভারতীয় হাইকমিশন। বাংলাদেশের ১০০টি কলেজ ও ইউনিভার্সিটিতে বই বিতরণ করা হবে বলে জানানো হয়। আর এই সমস্ত বইয়ের বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভূমিকা। ট্যুইট বার্তায় আরও বলা হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে জনমানসের সামনে তুলে ধরতে এই উদ্যোগ সফল হবে বলেই আশাবাদী তাঁরা।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বাংলাদেশ শিক্ষা দপ্তরের প্রতিনিধি মহিবুল হাসান বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক আরও শক্ত হবে এই উদ্যোগের ফলে। স্বাধীনতা পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশ সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এই বই বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি মুজিব বর্ষকে মাথায় রেখে ভারতে বিশেষ পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন হর্ষবর্ধন। সাম্প্রতিক সময়ে এই দুই উদ্যোগই বিশেষ পর্যালোচনার দাবি রাখে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।
Powered by Froala Editor
আরও পড়ুন
ঢাকায় নিহত বঙ্গবন্ধু; পিতৃহারা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিলেন প্রণব-দম্পতি