দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলা হয় হাটখোলার দত্তবাড়িতে

বাঙালির রাত জাগার উৎসব চলছে। উত্তর হোক বা দক্ষিণ, লাইন দিয়ে, পায়ে ফোস্কা ফেলে দুর্গাপূজা উদযাপনে শামিল অনেকেই। এই থিম পুজো, সাবেকি পুজো সবকিছুর পাশাপাশি বাংলার বনেদি বাড়িগুলোও তৈরি নিজেদের উৎসবের ঐতিহ্য নিয়ে। প্রত্যেকটি বাড়িরই রয়েছে নিজস্ব আচার, নিজস্ব রীতি। সেইরকমই একটি বনেদি পরিবার হল হাটখোলা দত্তবাড়ি।

উত্তর কলকাতার এই বনেদি বাড়ির পুজো শুরু ১৭৯৪ সাল থেকে। সেই তখন থেকেই রীতি মেনে পুজো হয়ে আসছে এখানে। রয়েছে কিছু বিশেষত্বও। এখানে মাটির ওপর রং করে দেবীর পোশাক তৈরি করা হয়। আসল বিশেষত্ব রয়েছে অষ্টমীর দিনে। এদিন ক্ষীরের পুতুল বলি দেওয়া হয়। তবে সেটা বাড়ির কারও দেখার অধিকার নেই। বলির সময় একটা কাপড় দিয়ে পুরো জায়গাটা ঢাকা থাকে।

এছাড়া আরও একটা ব্যাপার লক্ষণীয়। দুর্গাপুজোর অন্যতম উদযাপনের অঙ্গ হল সিঁদুর খেলা। দশমীর দিন দেবীকে বরণ করার পর এই সিঁদুর খেলা হতে দেখেছি আমরা। কিন্তু এই হাটখোলা দত্তবাড়িতে সন্ধিপুজোর পর সিঁদুর খেলা হয়। অষ্টমীর পুজোতে প্রতিমার চরণে যে সিঁদুর দেওয়া হয়, সেটাই ব্যবহৃত হয় এখানে। এইসব নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এখনও স্বমহিমায় আছে এই বনেদি বাড়ি।

Latest News See More