ডেডলিফট। ভারোত্তোলনের জগতে সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক খেলাগুলির মধ্যে অন্যতম এই খেলা। সামান্য অন্যমনস্কতা কিংবা ভুল কৌশলের প্রয়োগও সেক্ষেত্রে বড়ো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে যে-কোনো সময়। তবে অন্যতম কঠিন এই খেলাকেই বশীভূত করে এবার সাড়া ফেলে দিল ৮ বছরের খুদে ভারোত্তোলক।
আরশিয়া গোস্বামী। বয়স মাত্র ৮ বছর হলেও, অনায়াসেই ৬০ কেজি ওজনের ভার উত্তোলন করতে সক্ষম হরিয়ানার পঞ্চকুলার এই খুদে ডেডলিফটার। সম্প্রতি আরশিয়ার এই ভিডিও-ই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই অবাক করে এই দৃশ্য উপভোগ করেছেন কয়েক লক্ষ মানুষ। নেটিজেনরা তো বটেই, আরশিয়ার এই পারফর্মেন্স দেখে হতবাক তাবড় ভারোত্তোলন বিশেষজ্ঞরাও।
তবে আরশিয়া কোনো নতুন মুখ নয়। আজ থেকে বছর তিনেক আগেই, মাত্র ৫ বছর বয়সে ভারোত্তোলনের জগতে পা রাখা হরিয়ানার এই খুদে প্রতিভার। তারপর একটু একটু করে নিজের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর লড়াই চালিয়ে যাচ্ছে সে। ২০২১ সালে ৪৫ কেজি ওজনের ভার ডেডলিফট প্রক্রিয়ায় তুলে বিশ্বের সর্বকনিষ্ঠ ডেডলিফটারের তকমা পেয়েছিল আরশিয়া। জায়গা করে নিয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বিগত দু’বছরে আরও পরিণত হয়েছে আরশিয়া। এখন একঝটকায় ৬০ কেজির ওজন উত্তোলনও তার কাছে জলভাত।
ছোট্ট আরশিয়ার কথায়, ভারতের অলিম্পিক পদকজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুই তার অন্যতম অনুপ্রেরণা। চানুর মতোই একদিন দেশের হয়ে পদকজয়ের স্বপ্ন বুনছে সে। এখনও দীর্ঘ পথ চলা বাকি। তবে আরশিয়ার একাগ্রতা, অনুশীলন এবং মনোবলই যেন বলে দিচ্ছে, ভবিষ্যৎ ভারতের অন্যতম তারকা অ্যাথলিট হয়ে উঠতে চলেছে হরিয়ানার এই খুদে ক্রীড়াবিদ। তাকে নিয়ে আশাবাদী প্রশিক্ষক, নেটিজেনরাও…
Powered by Froala Editor