করোনা সংক্রমণের ওপর এখনও রাশ টানতে পারেননি চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে সংক্রমণ আটকে রাখার একমাত্র উপায় প্রতিটা মানুষের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা। আর এর ফলেই স্বাভাবিক জনজীবন ব্যাহত দীর্ঘ দিন ধরে। পৃথিবীর সমস্ত দেশেই বন্ধ স্কুল কলেজ। তেমনই বন্ধ হার্ভার্ড ইউনিভার্সিটিও। তবে সরাসরি ক্লাস না হলেও অনলাইনে পড়াশোনা এগিয়ে নিয়ে চলেছেন তাঁরা। তবে অনেক বিশ্ববিদ্যালয়েই তেমন পরিকাঠামো নেই। সেক্ষেত্রে পড়াশোনার সমস্ত বন্দোবস্ত থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। এইসব ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্যও এগিয়ে এল হার্ভার্ড ইউনিভার্সিটি।
করোনা মহামারীর মধ্যেই হার্ভার্ড ইউনভার্সিটি নিয়ে এল ৬৭টি ফ্রি অনলাইন কোর্স। কোনো কোর্সের সময়সীমা এক সপ্তাহ, কোনোটার আবার ১২ সপ্তাহ। পৃথিবীর যেকোনো প্রান্তের ছাত্রছাত্রীরা তাঁদের ইচ্ছেমতো এইসব কোর্সে নাম নথিভুক্ত করে এগিয়ে নিয়ে যেতে পারবে পড়াশোনা। আর এর জন্য কোনরকম অর্থও লাগবে না বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এইসব কোর্সের মধ্যে আছে চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আর্ট অ্যান্ড ডিজাইন, হিউম্যানিতিজ, বিজনেস, কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং এবং অন্যান্য জনপ্রিয় বিষয়। ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেউ তাঁর নাম নথিভুক্ত করতে পারেন। আর তারপর গৃহবন্দি অবস্থাতেই চলবে পড়াশোনা।
কোভিড-১৯ মহামারীর দাপটে জনজীবনের অন্যান্য দিকগুলির মতোই ব্যাহত হচ্ছে পড়াশোনাও। অথচ নানা বিষয়ে নিয়মিত চর্চার মধ্যে না থাকলে ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভবনাও থেকে যায়। অনেকেই নিজের মতো করে চর্চা চালিয়ে গেলেও কোনো শিক্ষকের সাহায্য প্রয়োজন হয়ে পড়ে। আবার অনেকে মনে করেন, প্রথাগত পড়াশুনোতে এই বিরতির সময়টা কাজে লাগানো যেতে পারে অন্য কোনো বিষয় সম্পর্কে পড়াশোনা করে। হার্ভার্ড ইউনিভার্সিটির এই উদ্যোগ যে সেইসব আশাবাদী পড়ুয়ার কাছে বেশ লোভনীয় একটি সুযোগ এনে দিল, সেকথা বলাই বাহুল্য।