আজও ভালো বাইক বলতেই ভারতীয়দের পছন্দের তালিকায় অন্যতম নাম হার্লে-ডেভিডসন। আমেরিকার এই কোম্পানি তার গুণমান এবং ডিজাইন, দুইয়ের জন্যই জনপ্রিয়। কিন্তু সমস্ত বাইক অনুরাগীর জন্য দুঃসংবাদ, ভারত থেকে বাইকের ব্যবসা তুলে নিতে চলেছে হার্লে-ডেভিডসন। ভারতের বুকে আর এই বাইকের নির্মাণ বা বিক্রি কোনোটাই হবে না, সম্প্রতি সেটাই স্পষ্ট করে দিলেন কোম্পানির আধিকারিকরা।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে ব্যবসার পুরো কাঠামোয় পরিবর্তন এনেছে হার্লে-ডেভিডসন আইএনসি। আর নতুন কাঠামোর কারণেই ভারতে ব্যবসা চালানো সম্ভব নয়। প্রাথমিকভাবে ব্যবসা গুটিয়ে নিতে ৭৫ মিলিয়ন ডলার খরচ হবে। কিন্তু এর ফলে ভবিষ্যতে কোম্পানির আয় বাড়ার সম্ভাবনা আছে বলেই মনে করছে কোম্পানি। বাওয়াল নির্মাণকেন্দ্র সহ সারা দেশের প্রায় ৭০টি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। একমাত্র গুরগাঁও-এ একটি বিক্রয়কেন্দ্র চালু থাকবে, যদিও সেখানেও বিক্রির পরিমাণ কমিয়ে আনা হবে।
সারা দেশে প্রতি বছর প্রায় ১৭ মিলিয়ন বাইক বিক্রি করত হার্লে-ডেভিডসন কোম্পানি। যদিও বিগত ৩ বছরের বেশি সময় ধরে ব্যবসার পরিসর বাড়েনি বলে জানিয়েছেন কোম্পানির আধিকারিকরা। এর পিছনে ভারতের ভেঙে পড়া অর্থনীতিকেই দায়ী করছেন অর্থনীতিবিদদের একাংশ। ভারতের অর্থনৈতিক অবস্থা অন্য অনেক উন্নয়নশীল দেশের থেকে অনেকটাই খারাপ। মানুষের ক্রয়ক্ষমতাও কম। তবে বিদেশি সংস্থা ব্যবসা গুটিয়ে নিলে দেশীয় সংস্থার পক্ষে প্রতিযোগিতা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন কিছু অর্থনীতিবিদ। অন্যদিকে হার্লে-ডেভিডসনের সঙ্গে চুক্তি ভিত্তিতে ব্যবসার দিকে এগোতে চলেছে 'হিরো' কোম্পানি। তবে তার ফলে দেশের অর্থনীতি চাঙ্গা করে তোলা সম্ভব হবে কিনা, সেকথা নিঃসংশয়ে বলা শক্ত।
Powered by Froala Editor
আরও পড়ুন
ঘুরপথে ব্যবসা ভারতে? জল্পনা মুম্বইতে বাইটড্যান্সের নয়া অফিস নিয়ে