লেবুর বীজে সরস্বতী প্রতিমা, নতুন কীর্তি অশোকনগরের শিল্পীর

সবথেকে বড় দুর্গা দেখেছে বাঙালি। এমনকি, সবথেকে বড় সরস্বতীও দেখা হয়ে গেছে তার। কিন্তু মাত্র আধ ইঞ্চির সরস্বতী দেখেছেন কি? না দেখে থাকলে, সেই সুযোগ করে দিচ্ছেন অশোকনগরের বাসুদেব পাল। আধ ইঞ্চির বীজে তিনি আঁকলেন সরস্বতী প্রতিমা। যা চমকে দিয়েছে সবাইকে।

অবশ্য এটাই তাঁর প্রথম কীর্তি নয়। এর আগেও এরকম ছোট ছোট জিনিসে ছবি এঁকে তাক লাগিয়েছেন বাসুদেববাবু। ছোট থেকেই আঁকতেন তিনি। পরবর্তীকালে সব ছাড়লেও, তুলি-রং ছাড়তে পারেননি। একেই নিজের আশ্রয় করেছেন তিনি। এছাড়াও, ব্যাগ শিল্পের সঙ্গে যুক্ত তিনি। এর আগেও ছোটো ছোটো জিনিসের ওপর এঁকেছেন। চাল, ডালের মতো ছোট ছোট শস্যের ওপর নাম লিখে চমকে দিয়েছিলেন। এমনকি চুলের ওপর ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোও লিখেছিলেন তিনি।

এবার নিজের ছোট্ট ঘরে বসে, আধ ইঞ্চির কমলালেবুর বীজের ওপর এঁকে ফেললেন সরস্বতী প্রতিমা। কাজটি যে এতটুকুও সহজসাধ্য ছিল না, সেটা বলাই বাহুল্য। চোখে লেন্স লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে একমনে আঁকেন বাসুদেব পাল। খালি চোখে সেরকম বোঝা যাবে না। কিন্তু লেন্স ধরলেই, ফুটে উঠবে সরস্বতী মূর্তি! পরবর্তীকালে আরও নতুন নতুন মাইক্রো আর্ট করে যেতে চান বাসুদেববাবু।