গোলাপি হোয়াটসঅ্যাপ - ব্যক্তিগত তথ্য ফাঁসের ফাঁদ?

হোয়াটসঅ্যাপের একঘেয়ে নীল রঙের ইন্টারফেসে বিরক্ত? এসে গিয়েছে নতুন হোয়াটসঅ্যাপ পিঙ্ক। নতুন এই অ্যাপ্লিকেশন ইনস্টল করেই বদলে ফেলুন চ্যাটের ইন্টারফেস। দাঁড়ান মশাই! এরকম মেসেজ এলেই একটু যাচাই করে নেবেন। কারণ সম্প্রতি এমন পিঙ্ক হোয়াটসঅ্যাপের জালে জড়িয়ে বহু মানুষের ব্যক্তিগত তথ্য চলে গিয়েছে অসাধু ব্যবসায়ীদের হাতে। সাইবার সিকিউরিটি গবেষক রাজকুমার রাজাহারিয়া ট্যুইটারে সেই তথ্যই তুলে ধরেছেন কিছুদিন আগে।

একটি বিস্তৃত ট্যুইটে রাজকুমার জানিয়েছেন কীভাবে বহু মানুষের কাছে একসঙ্গে পৌঁছে গিয়েছে একটি ফরোয়ার্ডেড মেসেজ। আর সেই মেসেজের সঙ্গে থাকা লিঙ্কে ঢুকলেই ফোনে ডাউনলোড হয়ে যাবে নতুন একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। দেখতে প্রায় হুবহু হোয়াটসঅ্যাপের মতোই। ট্যুইটের সঙ্গে সেই ইন্টারফেসের ছবিও দিয়েছেন রাজকুমার। গোলাপি রং ছাড়া পার্থক্য চোখে পড়ার মতো কিছুই নেই। আর গোপন ওয়েবসাইট, যেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে, সেখানে স্পষ্ট লেখা এই অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই প্রকাশ করেছে। ফলে অনেকেই সন্দেহ করবেন না। আর একবার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলেই ফোনের যাবতীয় তথ্য চুরি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক।

শুধুই হোয়াটসঅ্যাপ পিঙ্ক নয়। চলতি সময়ে এমন নানা ধরণের ভুয়ো মোবাইল অ্যাপ্লিকেশন ঘুরে বেড়াচ্ছে বাজারে। আইনি জটিলতার কারণে সেইসব অ্যাপ্লিকেশন সহজে কোনো প্ল্যাটফর্মে জায়গা পায় না। তাই বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের সাহায্যে গোপনে এইসব অ্যাপ্লিকেশন ছড়িয়ে দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এমনটাই জানাচ্ছেন রাজকুমার রাজাহারিয়া। প্রতিটা মানুষ সচেতন না হলে কিছুতেই এর সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে তাই তার সম্পর্কে যাবতীয় তথ্য খুঁটিয়ে জেনে নেওয়ার আবেদন জানিয়েছেন রাজকুমার। সবসময় তা সম্ভব না হলে গুগল প্লে বা এই ধরণের কোনো নিরাপদ প্ল্যাটফর্ম থেকেই শুধুমাত্র অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরামর্শ দিয়েছেন তিনি। আর মোবাইলে হঠাৎ কোনো মেসেজ ঢুকলে তার সত্যতা যাচাইয়ের জন্যও গুগল আছেই। এক্ষেত্রেও একটু খেয়াল করলেই দেখা যেত ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে হোয়াটসঅ্যাপ পিঙ্ক ভার্সনের কোনো ঘোষণা নেই। কাজেই সেটা যে সম্পূর্ণ ভুয়ো অ্যাপ্লিকেশন, তাতে সন্দেহ নেই। আইনের দ্বারা এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা গিয়েছে। তবে শেষ পর্যন্ত মানুষের সচেতনতাই সাইবার হ্যাকিং-এর হাত থেকে রক্ষা করতে পারে।

Powered by Froala Editor

আরও পড়ুন
হ্যাকার-হামলায় প্রশ্নের মুখে লিংকডইন, নিলামে ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

Latest News See More