সরকারের সমালোচনা, ১০২ বছরের স্বাধীনতা সংগ্রামীকে ‘দেশদ্রোহী’ তকমা রাজনীতিকের

স্বাধীনতার সংগ্রামে একসময় অংশ নিয়েছিলেন তিনি। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পরোয়া করেননি জীবনের। আজ, স্বাধীনতার ৭২ বছর পর সেই দেশেরই নির্বাচিত সরকারের প্রতিনিধির মুখ থেকে তাঁকে শুনতে হল ‘দেশদ্রোহী’, ‘পাকিস্তানি এজেন্ট’-এর তকমা। কর্ণাটকের বাসিন্দা ১০২ বছরের এইচ এস দোরেস্বামী ঠিক এমনই ‘সম্মান’ পেলেন স্বাধীন ভারত থেকে।

আরও পড়ুন
জন্মদিনেই চুরি গান্ধীজির চিতাভস্ম, বলা হল ‘দেশদ্রোহী’ও

১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন দোরেস্বামী। এছাড়াও ভু-দান আন্দোলনের সময়ও অংশ নিয়েছিলেন তিনি। ১৯১৮ সালে দক্ষিণ বেঙ্গালুরুতে জন্ম নেওয়া দোরেস্বামী ভারতের প্রতিটা বদল দেখেছেন। পরাধীন একটি জাতিকে স্বাধীন হতে দেখেছেন। তিনি নিজেও সেই লড়াইয়ের শরিক। বহু দশক ধরে কর্ণাটকের সামাজিক আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি।

আরও পড়ুন
প্রতি আট মিনিটে নিখোঁজ একজন শিশু, কেন্দ্রীয় রিপোর্টে শঙ্কায় ভারত

বর্তমান কেন্দ্রীয় সরকারের নানা নীতি, পদক্ষেপের সমালোচনা করেছিলেন ১০২ বছরের মানুষটি। তারই মাসুল গুনতে হল তাঁকে। সম্প্রতি এইসবের জন্য বিজাপুরের শাসক দলের এমএলএ বসনগৌড়া পাটিল ইয়াতনাল ‘দেশদ্রোহী’, ‘পাকিস্তানের এজেন্ট’ বলে ‘ভূষিত’ করেন দোরেস্বামীকে। এমনকি, তিনি আদৌ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন কিনা, সেই সম্পর্কে সন্দেহও প্রকাশ করেন। প্রমাণ দেখানোর কথা বলেন। দোরেস্বামীর বক্তব্য, যে দেশকে ভালোবেসে এসেছেন এতদিন, লড়েছেন, বদলাতে দেখেছেন; এত বছর পর সেই দেশেরই সরকারকে তাঁর বিপ্লবী হওয়ার প্রমাণ দেখাতে হবে! এই বৃদ্ধ বয়সে নতুন করে ‘সিভি’ তৈরি করছেন তিনি…

আরও পড়ুন
সরকারের সমালোচনা করায় বিতাড়িত, বিদেশে উবের চালিয়ে রোজগার কিংবদন্তি ফুটবলারের

প্রতিনিয়ত ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে। বিরুদ্ধমত উঠলেই তাঁকে হয় দেশদ্রোহী, নয়তো পাকিস্তানি বলে দেওয়া হচ্ছে। এর থেকে বেশিও করা হচ্ছে এক এক সময়। কিন্তু একজন শতবর্ষ পেরনো স্বাধীনতা সংগ্রামীকেও এসব বলতে এতটুকুও বাঁধে না? তাঁরা তো দেশের জন্য সব কিছু করেছেন। আজকে এই স্বাধীন দেশে দাঁড়িয়ে থাকার কারণ তো তাঁরাই। তাঁদেরকেই এমন তকমা দেওয়া হচ্ছে। এইরকম রাজনীতিই কি বর্তমান ভারতের রীতি হয়ে দাঁড়াল? আরও একঘর এগিয়ে বললে, এটা কি আমরা সত্যিই চেয়েছিলাম? আসুন, নিজেরাই এসবের উত্তর খুঁজি…

Latest News See More