রাজ্যে নিষিদ্ধ গুটখা-পানমশলা, স্বাগত জানাচ্ছেন অনেকেই

সম্প্রতি প্রকাশ্যে এল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞপ্তি। তাতে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে এ-রাজ্যে গুটখা ও পানমশলা বিক্রি ও ব্যবহার করা নিষিদ্ধ। মূলত তামাকজাত দ্রব্য থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যহানি ঘটে – এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে গুটখা ও পানমশলা।

রাজ্য সরকারের এহেন সিদ্ধান্ত ঘিরে বিতর্কও শুরু হয়েছে নানা জায়গায়। বলা হচ্ছে, এতে ঘুরিয়ে উগ্র প্রাদেশিকতাকেই প্রশ্রয় দেওয়া হল। 'গুটখাখোর' বলে মূলত হিন্দিভাষীদেরই চিহ্নিত করা হয় এই রাজ্যে। সেই বিভাজনকেই আরও স্পষ্ট করবে এই সিদ্ধান্ত, বলছেন এই পক্ষ। উল্টোদিকে, এমন সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকে। পানমশলা বা গুটখা অস্বাস্থ্যকর, সেইসব পিক ফেলায় নোংরা হয় পথঘাট। এই সিদ্ধান্তে যত্রতত্র পান-গুটখার পিক ফেলা বন্ধ হবে, দৃশ্যদূষণও কমবে-- বলছেন তাঁরা। তবে, নজরদারি না থাকলে বজ্র আঁটুনিও যে ফস্কা গেরোতে পরিণত হবে, সে-কথাও মনে করিয়ে দিতে ভোলেননি অনেকেই।

Latest News See More