৯২তম অস্কারে ভারতীয় সিনেমার জন্য এল সুখবর। বহু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে কার্যত প্রবেশ করল 'গাল্লি বয়'।
এর আগে ভারতীয় সহ-প্রযোজক গুনীত মোঙ্গার 'পিরিয়ড : এন্ড অফ সেন্টেন্স' সিনেমাটি বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কার জিতেছিল।
'গাল্লি বয়' মূলত মুম্বাই-এ বেড়ে ওঠা এক র্যাপারের গল্প যে বিশ্ব সঙ্গীতে নিজের গানকে বিখ্যাত করে তুলতে চায় এবং সত্যি করে তুলতে চায় গান নিয়ে তার অনান্য স্বপ্ন। গাল্লি বয় চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। এছাড়া সিনেমাতে তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট।
'গাল্লি বয়' এর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা ভারতীয় সিনেমা মহল। ফারহান আখতার ট্যুইট করে এই সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে প্রবেশের পাশাপাশি সিনেমার সমস্ত কার্যকরী সদস্যদের অভিবাদন জানিয়েছেন।
এই বছর, ভ্যলেন্টাইন দিবসে মুক্তি পাওয়ার পর সিনেমাটি ভারতে ও বিদেশে দর্শক, সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। ব্যাবসায়িক দিক থেকেও এই সিনেমা দারুণ সফল হয়েছিল।
অতএব, শেষ পর্যন্ত ভারতীয় সিনেমা জগতে অস্কারের শিকে ছেঁড়ে কিনা, তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা।