আজ থেকে প্রায় ২৮ বছর আগের এক বিকেল। চিনের নান্নিং শহরে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন এক ৭ বছরের বালিকা। হঠাৎ ঘটে গেল একটি দুর্ঘটনা। মালবোঝাই একটি ট্রাক এসে চাপা দিল মেয়েটিকে। প্রাণে বেঁচে গেলেও হারাতে হল ডান পা। এধরণের ঘটনা পৃথিবীতে হামেশাই ঘটছে। কিন্তু তার থেকে উঠে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা খুব বেশি ঘটে না। বিশেষ করে, যদি বলা হয় সেদিনের সেই দুর্ঘটনায় আক্রান্ত বালিকাটিই আজ একজন প্রতিষ্ঠিত বডিবিল্ডার, তাহলে চমক লাগবেই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, চিনের গুই ইউনা মাত্র একটি পা নিয়েই বডিবিল্ডিং-এর জগতে প্রতিষ্ঠা লাভ করেছেন। এমনকি প্যারালিম্পিক স্পোর্টসেও তিনি একজন প্রতিষ্ঠিত প্রতিযোগী।
শুধুই একটি পা হারানো নয়, গুই ইউনার জীবনের লড়াই শুরু হয়েছে আরও আগে থেকে। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। মা একা বড়ো করে তুলেছেন গুইকে। দুজনের ছোট্ট সংসারে জন্ম নিয়েছে নানা স্বপ্ন। কিন্তু সবই যেন হঠাৎ ভেঙে যেতে বসেছিল সেই দুর্ঘটনায়। সাময়িকভাবে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ালেন গুই। কিন্তু এই পৃথিবীতে সমস্ত শারীরিক প্রতিবন্ধী মানুষদের ভাগ্যে যে অবহেলা আর লাঞ্ছনা জোটে, গুইয়ের ভাগ্যেও তার ব্যতিক্রম হয়নি। একের পর এক সংস্থায় কাজের আবেদন নাকচ হয়ে গিয়েছে তাঁর প্রতিবন্ধকতার জন্য। এমনকি বডি-বিল্ডিং-এর জন্য স্পনসর পাওয়াও অসম্ভব হয়ে উঠেছিল। ঠিক এই সময়, ২০০৪ সালে, কারোর সাহায্যের প্রত্যাশা না করেই নাম দিয়ে দিলেন প্যারালিম্পিক স্পোর্টসে। আর সাফল্যের জয়যাত্রার সেই শুরু।
প্রথম প্রতিযোগিতাতেই পুরস্কার আদায় করে নিলেন গুই ইউনা। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একদিন যেসব সংস্থায় স্পনসরশিপের জন্য গিয়ে ব্যর্থ হয়েছেন, তাঁরাই এগিয়ে এলেন এবার। ২০০৮ সালে প্যারালিম্পিকের টর্চ রিলেতেও অংশ নিয়েছেন তিনি। আর তাঁর এই সাফল্যের উড়ান ইতিমধ্যে এক অনুপ্রেরণার রূপকথা হয়ে উঠেছে। বিরাট চিন দেশে এখন তিনি রীতিমতো সেলিব্রেটি। তাঁর কাহিনি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। জীবনে আত্মবিশ্বাস আর পরিশ্রমের কাছে যে সমস্ত প্রতিবন্ধকতাকেই হার মানতে হয়, সেটাই জীবন দিয়ে প্রমাণ করলেন গুই ইউনা।
Powered by Froala Editor