হ্যান্ড স্যানিটাইজারের ওপরেও ১৮ শতাংশ জিএসটি, কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই-এর ক্ষেত্রে, মুখে মাস্কের সঙ্গেই বারবার বলা হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মাঝেমাঝেই হাত ধোয়ার কথা কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজারের দামও এবার বাড়তে চলেছে কেন্দ্রের সিদ্ধান্তে একধাক্কায় ১৮ শতাংশ জিএসটি বসানোর পর, স্বাভাবিক ভাবেই অনেকটাই দাম বাড়তে চলেছে হ্যান্ড স্যানিটাইজারের

যদিও অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজারকে একটি প্রয়োজনীয় পণ্য হিসাবে শ্রেণিবদ্ধ করেছিল উপভোক্তা বিষয়ক মন্ত্রক তবে জিএসটি আইনেকর ছাড়যোগ্যপণ্যের আলাদা তালিকা রয়েছে এবং তাতে হ্যান্ড স্যানিটাইজার নেই বলে জানানো হয়েছে ওই মন্ত্রকের তরফে

কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা আগেই জানতে পেরে গোয়ার স্প্রিংফিল্ড ইন্ডিয়া ডিস্টিলারিজ দ্বারস্থ হয়েছিল অথরিটি ফর অ্যাডভ্যান্স রুলিংয়ের উপভোক্তা বিষয়ক মন্ত্রক প্রয়োজনীয় দ্রব্য হিসেবে হ্যান্ড স্যানিটাইজারকে শ্রেনীবদ্ধ করলেও, কেন এই জিএসটি বসানোর সিদ্ধান্ত তা জানতে চেয়েই অথরিটি ফর অ্যাডভ্যান্স রুলিংয়ের দ্বারস্থ হয়েছিল স্প্রিংফিল্ড ইন্ডিয়া নিদেন পক্ষে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত পণ্য হিসেবে এর উপর জিএসটি বসালেও তা যেন ১২ শতাংশের বেশি না হয়, তার অনুরোধও জানানো হয় তাদের তরফে কিন্তু জিএসটি ১৮ শতাংশই রাখার সিদ্ধান্ত বহাল থাকে

এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ কীভাবে এখন ঘনঘন ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার? ভ্যাকসিন না বের হওয়া অবধি যেখানে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছিল, সেখানে কেন্দ্রের এই সিদ্ধান্ত হতাশ করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

Powered by Froala Editor

Latest News See More