বয়স মাত্র ১৬, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘গ্রিন গান্ধী’

মাত্র নয় মাস। এই নয় মাসেই গোটা বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম বড় মুখ হয়ে উঠেছে বছর ষোলো’র এক কিশোরী। হ্যাঁ, গ্রেটা থানবার্গ। এবার তার নামই এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল।

টিভি হোক, বা সোশ্যাল মিডিয়া— সমস্ত জায়গাতেই আমরা গ্রেটার উজ্জ্বল, দৃপ্ত ছবি দেখতে পাই। শুধু ছবি নয়, সেই সঙ্গে থাকে তাঁর কাজ, তাঁর বক্তৃতা। এই সবকিছুর শুরু হয়েছিল ২০১৮ সালে। অত্যাধিক তাপপ্রবাহের জন্য সুইডেনের বিভিন্ন বনাঞ্চলে দাবানলের ঘটনা ঘটে। তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে, পর্বতের বরফগুলোও ধীরে ধীরে গলতে আরম্ভ করে। এই পুরো ঘটনাটা নাড়িয়ে দেয় গ্রেটাকে। তখনই স্কুল থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ায় ‘গ্রিন গান্ধী’। লিফলেট বিলি করতে থাকে সাধারণ মানুষদের মধ্যে। সেই থেকে শুরু হয়েছিল তাঁর আন্দোলন। আজও সমানভাবে চলছে তাঁর প্রয়াস। ধনতন্ত্রের আগ্রাসনের কাছে যে পরিবেশকে পরাজিত হতে হচ্ছে বারবার, সেখানে একজন ষোলো বছরের কিশোরী হয়েও অকুতোভয়ে সবার সামনে এসেছে সে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ভুলগুলো। তারই স্বীকৃতিস্বরূপ ২০১৯-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল গ্রেটা থানবার্গ।

ছবি ঋণ - Business Insider

Latest News See More