খুলছে পেট্রাপোল, আড়াই মাস পরে সচল ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের পথ

গত আড়াই মাস বন্ধ থাকার চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। সচল হচ্ছে রাজ্যের অন্যতম স্থলবন্দর পেট্রাপোল। করোনাভাইরাসের সংক্রমণে লকডাউন ঘোষণার ঠিক পরেই ২৩ মার্চ থেকে বন্ধ ছিল পেট্রাপোল। সেই থেকেই আটকে আছে প্রায় আড়াই হাজার পণ্য বোঝাই ট্রাক।

এই সড়কপথে প্রতিবছর ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য হয়। আড়াই মাস আমদানি-রপ্তানি বন্ধ থাকার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুক্ষীন হয়েছে দেশ। সেই সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হারিয়েছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। গত মাসেই কেন্দ্র অনুমতি দিয়েছিল বাণিজ্য চালু করার জন্য। কিন্তু করোনার আবহে সংক্রমণের আশঙ্কায় বাণিজ্যের পথে এগোয়নি রাজ্য সরকার। ওই অঞ্চলে পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় এবার রাজ্যের থেকেও সবুজ সংকেত পেল পেট্রাপোল বাণিজ্যপথ।

রাজ্য সরকারের তরফে শনিবারই ছাড়পত্র দেওয়া হয় বাণিজ্যে। সংক্রমণ এড়াতে বিশেষ বিধি ও নিয়মাবলি তৈরি করে তা পাঠানো হয় শুল্ক দফতরে। এই নির্দেশিকার উপর ভিত্তি করেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে শুল্ক দফতর। তবে এই স্থলবন্দর পুরোপুরিভাবে সচল হতে সোমবার অবধি সময় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এর আগে পেট্রাপোলে পরীক্ষামূলকভাবে রপ্তানির কাজ শুরু হয়েছিল। জিরো পয়েন্টেই ট্রাক থেকে পণ্য নামানোর কাজ করা হচ্ছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকেরা সংক্রমণের আশঙ্কায় আন্দোলনে নেমেছিলেন। এবারে সম্মতি পাওয়া গেছে তাঁদের থেকেও। একমত স্থানীয় প্রশাসনও। সব মিলিয়ে কেন্দ্রের চূড়ান্ত বিজ্ঞপ্তি পেলেই, আবার দীর্ঘদিন পর চালু হবে ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্য।

Powered by Froala Editor

Latest News See More