বুধবার থেকেই রাজ্যে চালু সরকারি বাস এবং অ্যাপ ক্যাব, ঘোষণা পরিবহণ দপ্তরের

বড় সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহণ দফতর। রাজ্যে এবার চালু হচ্ছে সরকারি বাস পরিষেবা। সঙ্গে চালু হচ্ছে অ্যাপ বেসড ক্যাবও। আগামী বুধবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে। তবে বিশেষ কিছু নিয়মবিধি মানতে হবে যাত্রীদের। তার নির্দেশিকাও প্রকাশ করল রাজ্য।

গ্রিন জোনে আগেই চালু হয়েছিল বেসরকারি বাস। কিন্তু রাজ্য পরিবহণ দফতর জানায়, জরুরি পরিষেবায় যুক্ত মানুষেরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তার সমাধান করতেই এই নয়া উদ্যোগ। এছাড়াও, বেসরকারি ও সরকারি কর্মচারীরাও সুবিধা পাবেন এই পরিষেবার। তবে প্রত্যেক যাত্রীর ক্ষেত্রে পরিচয়পত্র অবশ্যিক করেছে রাজ্য।

এখনও পর্যন্ত মোট ১৩টি রুটে বাস চালানোর কথা ঘোষণা করেছে পরিবহণ দপ্তর। যে রুটে বাসগুলি চলবে, তা হল - এস ২৪, এস ১২, এস ৯এ, এস ৭, এস ১২ডি, এস ৩৭, এস ৬, সি ৩৭, সি ৮,
সি ২৬ ও এসটি ৭। বাসগুলির ক্ষেত্রে অনুমতি মিলেছে সর্বোচ্চ ২০ জন যাত্রী পরিবহনের। ড্রাইভের পাশের সিট নিষিদ্ধ করা হয়েছে যাত্রীদের জন্য। সঙ্গে বাসের পিছনের সিটে বসতে পারবে মাত্র ২ জন। এছাড়া মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সেই সঙ্গে ক্যাব পরিষেবা পাওয়া যাবে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর এবং বিধাননগর এলাকায়। ই-পাস থাকলে একমাত্র তবেই ওঠা যাবে ক্যাবে। এই ক্ষেত্রেও যাত্রীদের প্রায় একই নিয়মাবলী মেনেই চলতে হবে। চালককে মাস্ক ও গ্লাভস পরতে হবে এবং পর্যাপ্ত স্যানিটাইজার মজুত রাখতে হবে গাড়িতে। এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়। এই পরিষেবা চালু হওয়ায় সুবিধা হবে সাধারণ মানুষের। অনেকেই লকডাউনে অসুস্থতার কারণে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলেন না। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত সরকারের। তবে সংক্রমণ ঠেকাতে সমস্তরকম সতর্কতা নিচ্ছে সরকার। অকারণ সফরকে কোনো ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, তা স্পষ্ট জানিয়েছে রাজ্য।

Latest News See More