লকডাউনের কারণে প্রায় তিন মাস বন্ধ ছিল সমস্তরকম গণ-পরিবহন ব্যবস্থা। কিন্তু তার পরেও বাস ও মিনিবাস চলাচল নিয়ে বারবার তৈরি হয়েছে জটিলতা। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানানো হয় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস ও মিনিবাসের উপর থেকে সমস্ত কর মকুব করা হবে।
লকডাউন শিথিল হওয়ার পরেও সংক্রমণ আটকাতে একাধিক নিয়মাবলি মেনে চলার নির্দেশ দেয় সরকার। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, কোনো যানেই আসনসংখ্যার বেশি যাত্রী নেওয়া যাবে না। আর এই সিদ্ধান্ত মেনে বাস চালানো সম্ভব নয় বলেই বারবার জানিয়েছিলেন বাস মালিকদের সংগঠনগুলি। এমনকি এভাবে কিছুদিন বাস চালানোর পরেও তাঁরা জানান, লাভ তো হচ্ছেই না উপরন্তু আয়ের পরিমাণ এসে ঠেকেছে একেবারেই তলানিতে। সেইসঙ্গে খাঁড়ার ঘা হয়ে এসে পড়েছে পেট্রলের বর্ধিত মূল্য। তাই বেশ কিছু বাস রাস্তায় না নামানোর কথাও জানিয়েছিলেন বাস-মালিকরা। কিন্তু এই সিদ্ধান্ত শুনে সেইসমস্ত বাস সরকার অধিগ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই প্রত্যেক বাস-মালিককে ১৫ হাজার টাকা অর্থসাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কোনো লাভ নেই বলেই জানিয়ে দিয়েছিলেন বাস-মালিকরা। বদলে তাঁরা কর মকুবের দাবি জানিয়েছিলেন। আর সেই দাবি মেনেই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কর মকুব করা হবে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি জানিয়েছেন সাধারণ করের পাশাপাশি মোটর ভেহিকল অ্যাডিশনাল ট্যাক্স এবং পারমিট ফি-ও মকুব করা হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এই সিদ্ধান্তে বাস-মালিকরা সন্তুষ্ট হবেন বলেই আশা করছেন স্বরাষ্ট্র সচিব। পাশাপাশি পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন সাধারণ মানুষও।
Powered by Froala Editor