লকডাউনের দীর্ঘ সময় একাই কেটেছে বহু মানুষের। কিন্তু এই একাকিত্বের সঙ্গে কতটা অভ্যস্ত হয়ে উঠেছি আমরা? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে সুইডেনে শুরু হতে চলেছে এক অভিনব চলচ্চিত্র উৎসবের আয়োজন। ইতিমধ্যে তার জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। সমস্ত আবেদনকারীর মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজনকে। আর তাঁকেই পুরো এক সপ্তাহ থাকতে হবে এক নির্জন লাইটহাউসের মধ্যে। সঙ্গী বলতে থাকবে শুধু ৬০টি নতুন সিনেমা।
সুইডেনের ঐতিহ্যবাহী গথেনবার্গ চলচ্চিত্র উৎসবকে এবার দেখা যাবে এমনই অভিনব চেহারায়। আর তার জন্য সেজে উঠেছে হ্যামনেস্কার দ্বীপের ঐতিহাসিক প্যাটার নস্টার লাইটহাউস। আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকার সুযোগ পাবেন একজন ভাগ্যবান। তবে তাঁর সঙ্গে কোনো সঙ্গী তো থাকবেই না, রাখা যাবে না কোনো বই বা মোবাইল ফোন। খাওয়াদাওয়ার ব্যবস্থা অবশ্য কর্তৃপক্ষই করবে। আর সঙ্গে থাকবে উৎসবের জন্য বাছাই করা ৬০টি সিনেমা। এর মধ্যে কোনো সিনেমাই ইতিপূর্বে বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি।
উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর জোনাস হোমবার্গ জানিয়েছেন, আবেদনকারীদের মধ্যে থেকে তিনটি গুণের ভিত্তিতে একজনকে বেছে নেওয়া হবে। প্রথমত, নানা ধরনের সিনেমা সম্পর্কে তাঁর জ্ঞান এবং আগ্রহ থাকতে হবে। দ্বিতীয়ত, একা থাকার অভ্যাস থাকতে হবে তাঁর। আর যেহেতু অনুষ্ঠানের শেষে তাঁর অভিজ্ঞতা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হবে, তাই সংশ্লিষ্ট ব্যক্তিকে কথাবার্তায় যথেষ্ট পটু হতে হবে। এই তিনটি যোগ্যতার ভিত্তিতে যে কেউ আবেদন জানাতে পারেন।
অবশ্য গথেনবার্গ চলচ্চিত্র উৎসবের জন্য যে অসংখ্য মানুষ অপেক্ষায় থাকেন, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্ত দর্শকদের জন্য এবার অনলাইনেই প্রদর্শিত হবে বাছাই করা ৬০টি সিনেমা। একাকিত্বের পরীক্ষার জন্য প্রস্তুত না হলেও তাই উৎসবের আনন্দে ভাটা পড়বে না। শুধু করোনা পরিস্থিতিতে সামাজিক জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি থাকছেই।
Powered by Froala Editor