‘সুস্থ থাকলে হলে জাদুঘর যান’—এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে ভারতে নয়, কানাডায়। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতেই নাকি এমন অভিনব পরামর্শ।
গত বছর নভেম্বরে, মন্ট্রিয়েল মিউজিয়াম অব ফাইন আর্টস (MMFA) আর মেডিসিনস্ ফ্র্যাঙ্কফনস ডু কানাডা (MFdC)-র মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, চিকিৎসকদের অনুরোধ করা হয় তাঁরা যেন তাঁদের রোগীদের আর্ট থেরাপি প্রেসক্রাইব করেন।
এমনিতে, একজন পূর্ণবয়স্ক মানুষের কানাডার আর্ট মিউজিয়াম ঘুরে দেখার জন্য খরচ হতে পারে প্রায় ৩১ ডলার (ভারতীয় মুদ্রায় কমবেশি ২,২০০ টাকা)। কিন্তু,চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখালে সম্পূর্ণ বিনামূল্যে দু’জন প্রাপ্তবয়স্ক ও দু’জন নাবালক ঘুরে দেখতে পারেন জাদুঘর।
বোঝাই যাচ্ছে, এমন পরিকল্পনার আড়ালে বাণিজ্যিক উদ্দেশ্য নেই। আসলে দেখা গেছে, জাদুঘর ঘুরে দেখলে একটা আনন্দঘন বিস্ময় ঘিরে ধরে মানুষকে। সেই বিস্ময় শরীর ও মনকে অনেকটাই তরতাজা করে তোলে। কানাডায় এই আর্ট থেরাপির প্রয়োগ এর আগে অবসাদ, স্মৃতিভ্রংশ রোগের ক্ষেত্রেও করা হয়েছিল। এবারে, স্বাস্থ্যের উন্নতিতেও যে এই থেরাপি বড় ভূমিকা নেবে, তেমনটাই আশা করছেন কানাডার চিকিৎসক ও মন্ট্রিয়েল মিউজিয়াম অব ফাইন আর্টসের কর্ণধাররা।