করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে বাংলাদেশ, দাবি গ্লোব বায়োটেকের

করোনা ভাইরাস এবং কোভিড-১৯ রোগ সম্বন্ধে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। ৬ মাস আগে চিনের উওহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখনও সারা পৃথিবী জুড়ে আতঙ্ক বজায় রেখেছে। রোগের উপযুক্ত চিকিৎসা তো নেইই, নেই কোনো প্রতিষেধকও। হ্যাঁ, এই সংক্রামক ভাইরাসকে রুখতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রতিষেধক। আর এই কাজে পৃথিবীর অন্যান্য বিভিন্ন সংস্থার মতোই হাত লাগিয়েছিল বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। আর সম্প্রতি সেই কাজে বিরাট সাফল্যের দাবি করেছে কোম্পানি।

বুধবার প্রেস বিবৃতি মারফত কোম্পানি জানায়, ইতিমধ্যে তাদের তৈরি ভ্যাকসিন ল্যাবরেটরির পশুদের উপর পরীক্ষা করা হয়েছে, এবং সেই পরীক্ষার ফলাফল ইতিবাচক। এবার বাকি শুধু দ্বিতীয় ধাপ, অর্থাৎ মানবশরীরে ক্লিনিক্যাল ট্রায়াল। তবে তার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। এবং অনুমতি মিললেই সেই কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে সাংবাদিক সম্মেলন করে নিজেদের সাফল্যের কথা ঘোষণা করেন কোম্পানির কর্তারা।

প্রেস বিজ্ঞপ্তির বক্তব্য অনুযায়ী আমেরিকার এনসিবিআই ভাইরাস ডেটাবেসে জমা পড়া ৫৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সের মধ্যে ৭৬টি জমা দিয়েছে বাংলাদেশ। আর এই সমস্ত সিকোয়েন্সের সঙ্গে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের ভার্চুয়াল মডেল মিলিয়ে সেটিকে স্বীকৃতি দিয়েছে এনসিবিআই। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভৌগলিক পরিবেশের কথা মাথায় রেখেই এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। তবে একটি ভ্যাকসিন কতটা কার্যকরী সেটা বুঝতে গেলে মানবশরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। সরকারের অনুমতি পেলে এই মাসের মধ্যেই সেই কাজ শুরু করতে পারে গ্লোব বায়োটেক।

অবশ্য ইতিমধ্যে পৃথিবীর নানা সংস্থা করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অথবা আবেদন জানিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটিও তৃতীয় দফার পরীক্ষার মধ্যে আছে। ভারতেও শুরু হয়েছে করোনা প্রতিষেধক প্রস্তুতি। তবে গ্লোব বায়োটেকের এই সাফল্য আরেকবার প্রমাণ করল, গবেষণার কাজে পিছিয়ে নেই বাংলাদেশও। এখন দ্বিতীয় দফার পরীক্ষার ফলাফলের দিকেই তাকিয়ে আছেন কোম্পানির কর্তাদের পাশাপাশি অসংখ্য আক্রান্ত এবং আতঙ্কিত মানুষ।

আরও পড়ুন
ভারতের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুত, নাম ‘কোভ্যাকসিন’, শীঘ্রই শুরু হবে ট্রায়াল

Powered by Froala Editor

Latest News See More