‘মাত্রুভূমি’ সিনেমাটার কথা মনে আছে? সেখানে দেখানো হয়েছিল, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে এক গামলা দুধের মধ্যে চুবিয়ে হত্যা করা হয়। কারণ? মেয়েদের নাকি বাঁচারই কোনও অধিকার নেই। উত্তর প্রদেশের সাম্প্রতিক একটি ঘটনা মাত্রুভূমির সেই দৃশ্যটিকেই আরও একবার মনে করিয়ে দিল। যেখানে, একজন সদ্যোজাত কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়!
বারেইলি জেলার একটি গ্রাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। পুলিশ সূত্রের খবর, এক গ্রামবাসীর মৃত সন্তানকে কবর দেওয়ার জন্য ওই জায়গার মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময়ই উদ্ধার করা হয় সদ্যোজাতকে। একটি মাটির পাত্রে করে কবর দেওয়া হয়েছিল তাকে। তৎক্ষণাৎ স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ডাক্তারদের মতে, হাসপাতালে নিয়ে আসার সময় সদ্যোজাত কন্যাটির বয়স এক সপ্তাহ ছিল। শিশুটির ওজনও খুব কম ছিল, সেই সঙ্গে প্লেটলেট এবং রক্তে শর্করার পরিমাণও যথেষ্ট কম ছিল। এছাড়াও, সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিল শিশুটি। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাও চলছে। বলা যেতে পারে, একপ্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সদ্যোজাত মেয়েটি।
পুলিশ ইতিমধ্যেই দোষীদের খোঁজ শুরু করেছে। বিশেষ করে খোঁজ চলছে মা-বাবার। লিঙ্গ বৈষম্যের ঘটনাই সবথেকে জোরালো হিসেবে উঠে আসছে। মেয়েদের নিয়ে বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, নারী স্বাধীনতার যুগে দাঁড়িয়েও এই রকম ঘটনার কথা শুনতে হচ্ছে প্রতিনিয়ত। তাহলে কি লম্বা চওড়া বক্তৃতাই সার? কাজের কাজ কিছুই হচ্ছে না? নাকি কাজটুকু করার সৎ প্রচেষ্টাই নেই প্রশাসন এবং সাধারণ মানুষের? মাত্রুভূমির গ্রামটি বোধহয় আরও নিকটে চলে আসছে আমাদের।