আবিষ্কারের পথে কোভি-১৯এর ওষুধ, চূড়ান্ত পরীক্ষা আগামী সপ্তাহে

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। অথচ এখনও অবধি কোনো চিকিৎসাই খুঁজে পাওয়া যায়নি এই রোগের। না, এখানে একটু ভুল হল। দীর্ঘ প্রতীক্ষার পর আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। এবার হয়তো খুঁজে পাওয়া গিয়েছে এই রোগের ওষুধ। আর সেই ওষুধ আবিষ্কার করেছেন মার্কিন প্রস্তুতকারক সংস্থা গিলিয়েডের বিজ্ঞানীরা। এখনও পরীক্ষার মধ্যে রয়েছে। তবে আগামী সপ্তাহেই তার ফলাফল জানা যাবে। আর প্রত্যেকেই আশা করছেন, সেই ফলাফল ইতিবাচক হবে। অতএব শুরু হয়ে যাবে কোভিড-১৯ এর চিকিৎসাও।

আরও পড়ুন
কোভিড-১৯এর ওষুধের সন্ধানে প্রাথমিক সাফল্য, গবেষণায় যুক্ত এক বাঙালিও

রেমডিসেভিয়ার নামের এই ওষুধটিকে ২৩ মার্চ অরফ্যান ড্রাগ হিসাবে স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ নিয়ম মেনে পরীক্ষামূলকভাবে রোগীদের উপর প্রয়োগ করা যেতে পারে এই ওষুধ। এর আগে ড্রাই ল্যাবের পরীক্ষা এবং অন্যান্য জীবের উপর পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। এবার চিন সহ কয়েকটি দেশের রোগীদের উপর পরীক্ষামূলকভাবে এই ওষুধের প্রয়োগ শুরু হল। আর তার ফলাফলও মিলবে আগামী সপ্তাহেই।

আরও পড়ুন
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম বদলে যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে

তবে এই বৈপ্লবিক আবিষ্কারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বিশ্বব্যাপী মহামারীর পরিস্থিতিতে যাতে প্রতিটা মানুষের কাছে এই ওষুধ পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যে ওষুধটির পেটেন্ট না নেওয়ার আবেদন জানিয়েছেন 'ডক্টর উইদাউট বর্ডারস' সহ ১৫০টি সংস্থা। বলা বাহুল্য, সেই আবেদনে সাড়া দেননি গিলিয়েডের কর্ণধার। তাঁর পরিষ্কার বক্তব্য, ওষুধ যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছয় সেদিকে নজর রাখা হবে। তবে তার জন্য পেটেন্ট অস্বীকার করার প্রশ্নই উঠছে না। ফলে প্রশ্ন উঠছে, বিশেষ প্রয়োজনের সময় কি চড়া দামে এই ওষুধ বিক্রির পরিকল্পনা করছে ওষুধ নির্মাতা সংস্থাটি?

আরও পড়ুন
কোলে মৃত ছেলে, লকডাউনে ৮৮ কিমি হেঁটে শ্মশানে পৌঁছলেন বাবা

অবশ্য ভাইরাসের আতঙ্কে যখন মানুষের জীবন প্রায় অতিষ্ট হয়ে উঠেছে, তখন রীতিমতো আশার আলো দেখছেন প্রত্যেকেই। এখন প্রতীক্ষা, তৃতীয় স্তরের পরীক্ষায় কি পাশ করবে রেমডিসেভিয়ার? আর তাহলে বাজারেই বা কবে আসবে এই ওষুধ? কবে থেকে শুরু হবে চিকিৎসা? পৃথিবীব্যাপী আতঙ্কের মাঝখানে দিন গুনছেন সবাই।

Latest News See More