সমুদ্রপাড়ের বালিতে একটু একটু করে মিশছে সমুদ্রের জল। তার পাশেই একটা বিশাল বড় কোয়ালা। লম্বা একটা গাছকে জড়িয়ে ধরে আছে। চারিদিকে সাপের মতো পেঁচিয়ে উঠছে আগুন। অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে, বালির ওপর এইরকমই একটি ছবি এঁকেছেন শিল্পী এডওয়ার্ড। সম্প্রতি সেই ছবিই ভাইরাল হল নেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ার ভয়ংকর অগ্নিকাণ্ডের কথা তো আমরা সবাই জানি। বুশফায়ারে অস্ট্রেলিয়ার জনজীবন বিপর্যস্ত। তার থেকেও বেশি বিপদে পড়েছে জীবজন্তুরা। ক্যাঙ্গারু, কোয়ালা-সহ কয়েক কোটি প্রাণী ইতিমধ্যেই মারা গেছে। প্রায় ১ লাখ বর্গ কিমির অঞ্চল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্ব এই ঘটনায় শঙ্কিত। সেই শঙ্কা, দুঃখ থেকেই এই ছবি এঁকেছেন এডওয়ার্ড। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বারওন হেডের বিচে, বালির ওপর এটি তৈরি করেছেন তিনি। ছবিতে কোয়ালার চোখই সমস্ত অস্ট্রেলিয়ার পরিস্থিতিটা বলে দিচ্ছে। স্রষ্টাও তাই চেয়েছিলেন। এভাবেই নিজের কথা প্রকাশ করতে চেয়েছেন তিনি।
বিগত এক বছরে পৃথিবীর বেশ কিছু বনাঞ্চলে আগুন লেগেছিল। তার মধ্যে অন্যতম ভয়ানক অস্ট্রেলিয়ার বুশফায়ার। এতগুলো প্রাণীর মৃত্যু, জঙ্গল ধ্বংস— এই ক্ষতি তো পূরণ হওয়ার নয়। যেকোনো সৃষ্টিশীল মানুষ এই ঘটনায় বক্তব্য রাখার জন্য বেছে নেন নিজের সৃষ্টিকে। এডওয়ার্ডও তাই করেছেন। আর যেন না ঘটে এরকম ঘটনা, এই প্রার্থনা আমাদেরও।