একবছরের মধ্যে উধাও ৬০% বনভূমি

বনজঙ্গলের সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। কমছে জীবজন্তুর সংখ্যাও। এবার ঘানা থেকে উধাও হয়ে গেল প্রায় ৬০% বনভূমি।

আফ্রিকার ঘানা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ। আশ্চর্যের বিষয় হল, যে-সমস্ত বনভূমি নিরাপত্তা বলয়ে ঘেরা, সেখানেও অবাধ যাতায়াত কাঠের চোরাকারবারিদের। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট সার্ভে অনুযায়ী, ২০১৭-২০১৮ সালে ঘানার প্রাথমিক বনভূমির ৬০% শতাংশ কমে গেছে। চোরাচালানের কারবার ছাড়াও খনিজ উত্তোলন ও কোকো ফার্মের ব্যবসার জন্য বনভূমির সংখ্যা কমছে হুহু করে। যদিও এই বিষয়ে ঘানার বক্তব্য যে, বনভূমির সংখ্যা ৬০% কমেনি বরং কমেছে ৩৮%। তাছাড়া বনভূমির সংখ্যা কমার জন্য চোরাচালান যত না দায়ী, তার চেয়ে বেশি দায়ী ওই অঞ্চলের অধিবাসীদের ভুল পদ্ধতিতে চাষ আবাদ করা। যদিও সরকার কম চেষ্টা করেনি বনভূমি রক্ষায়। কাঠের চোরাচালানকারীদের গ্রেফতারও করা হয়। কিন্তু একবছরের মধ্যে যে বনভূমি ৬০% হারিয়ে গেল, তার সমাধান কী?

Latest News See More