হাতে বন্দুক নিয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। ব্যস্ততা পুলিশ এবং চিকিৎসাকর্মীদের মধ্যেও। যুদ্ধবিধ্বস্ত হাজার হাজার শরণার্থীদের আনাগোনা যে লেগেই রয়েছে। অথচ, এসবের মধ্যেই খোলা আকাশের নিচে পিয়ানো বাজিয়ে চলেছেন এক তরুণ সঙ্গীতশিল্পী। তাঁর আঙুল থেকে ঝরে পড়ছে বিষাদের সুর। তাতে যেমন মিশে রয়েছে বেদনা তেমনই রয়েছে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার আশ্বাসও।
সম্প্রতি ইউক্রেন-পোল্যান্ড (Ukraine Poland Border) সীমান্তে দেখা গেল এমনই এক দৃশ্য। বিগত কয়েক মাস ধরেই ইউক্রেন থেকে শরণার্থীদের (Refugees) আনাগোনা বাড়ছিল পোল্যান্ডে। তারপরই ইউক্রেনে রাশিয়ার সহিংস আক্রমণ। পরিসংখ্যান বলছে শুধু ১১ দিনের যুদ্ধ চলাকালীন সময়েই ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের ১৫ লক্ষাধিক মানুষ। যার মধ্যে অধিকাংশ মানুষই আশ্রয় নিচ্ছেন পোল্যান্ডে। তাঁদের স্বাগত জানাতেই এমন উদ্যোগ নিলেন সঙ্গীতশিল্পী ডেভিড মার্টেলো (David Martelo)।
তবে অবাক করার বিষয় হল, ডেভিড পোলিশ নন। তাঁর জন্ম বেড়ে ওঠা সবটাই জার্মানিতে। শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনিয়ানদের সাময়িক শান্তি দিতেই প্রায় ৫০০০ মাইল পথ অতিক্রম করেছেন ডেভিড। সঙ্গে নিয়ে এসেছেন নিজের সাধের পিয়ানোকে। ডেভিডের বিশ্বাস এই হিংসার পৃথিবীতে একমাত্র সঙ্গীতই পারে শান্তি এনে দিতে। তাঁর কথায়, রুশ প্রেসিডেন্ট পুতিনও সঙ্গীতভক্ত। তাই তাঁর কাছে সঙ্গীতের মাধ্যমেই শান্তিপ্রতিষ্ঠার আর্জি জানাতে হাজির হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার এবং সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে পুতিনের কাছে পৌঁছে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক টালমাটাল পরিস্থিতিতে পিয়ানো নিয়ে হাজির হয়েছেন ডেভিড। ২০২০ সালের মে মাসে মার্কিন মুলুকে নৃশংসতার শিকার হয়েছিলেন জর্জ ফ্লয়েড। সে-ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব। ফ্লয়েডের সুবিচারের দাবিতে এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মিনেসোটায় সেবার পিয়ানো বাজিয়েছিলেন ডেভিড। এবারেও অন্যথা হল না তার।
আরও পড়ুন
যুদ্ধের মধ্যেই মানুষের সঙ্গে বন্ধুত্বের গল্প বুনছে ইউক্রেনের সারমেয় র্যাম্বো
বিগত এক সপ্তাহ ধরেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ডেভিড। কোনো কোনো দিন প্রায় ১২-১৪ ঘণ্টা পর্যন্ত পিয়ানোয় সুরের ঝংকার তুলেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁর এই লড়াই চলবে বলেই জানাচ্ছেন জার্মান সঙ্গীতশিল্পী। ডেভিডের এই উদ্যোগ যেন মনে করিয়ে দেয় ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমারটার দৃশ্যপট। এবং সে-ছবির প্রেক্ষাপটও ছিল পোল্যান্ড…
আরও পড়ুন
রাশিয়ার আক্রমণে অগ্নিগদ্ধ ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র, ‘চের্নোবিল’ পুনরাবৃত্তির আশঙ্কা
Powered by Froala Editor
আরও পড়ুন
যুদ্ধবিধ্বস্ত শহরে এখনও খোলা ‘ক্যাট ক্যাফে’, দায়িত্বে অনড় ইউক্রেনিয়ান নাগরিক