ঘনকাকার একক দিয়েই তৈরি পৃথিবী, প্লেটোর মতকে সমর্থন জানালেন ভূতাত্ত্বিকরা

বৈদিক ঋষিরা বিশ্বাস করতেন, এই ব্রহ্মাণ্ড তৈরি ৫টি মৌলিক পদার্থ দিয়ে। এগুলি হল – ক্ষিতি (পৃথিবী), অপ (জল), তেজ (সূর্য), মরুৎ (বাতাস) এবং ব্যোম (আকাশ)। ভারতীয় দর্শনের এই তত্ত্ব প্রভাব ফেলেছিল গ্রীক দার্শনিক প্লেটোর ধারণাতেও। এমনকি, এই ধারণাকে আরও খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। আর সেই সূত্রে ৫টি মৌলিক পদার্থের কিছু মৌলিক গঠনের উল্লেখ করেছিলেন তিনি। ঠিক তেমনই পৃথিবীর মৌলিক গঠনকে তিনি বলেছিলেন ঘনকাকৃতি। অবশ্য পরবর্তীকালে অণু-পরমাণুর ধারণা আসায় এই সমস্ত ধারণাকেই বাতিল করা হয়। তবে এর মধ্যেই সাম্প্রতিক গবেষণায় প্লেটোর ধারণার সপক্ষে ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা।

‘প্রসিডিংস অফ ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। গবেষণার কাজে যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিকা এবং ইউনিভার্সিটি অফ ডাব্রিসিনের গণিত, পদার্থবিজ্ঞান এবং ভূতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা। আর নানা জায়গা থেকে পাওয়া পাথরের কেলাস গঠনের পরিসংখ্যান নিয়ে তাঁরা দেখিয়েছেন, প্রায় সমস্ত পাথরের কেলাস গঠনই ঘনকাকৃতি। আণবিক স্তরে কিছু অণু একসঙ্গে আয়নিক বন্ধনের মাধ্যমে যে গঠন তৈরি করে, তাকেই বলে কেলাস গঠন। আর যে কোনো শিলার সমস্ত চরিত্র অক্ষুণ্ণ রাখতে গেলে এই কেলাস গঠনই সবচেয়ে ছোটো অংশ বলা যায়।

যদিও গবেষকরা এও দেখিয়েছেন, অনেক ক্ষেত্রেই শিলার কেলাস গঠন ঘনকাকৃতি নয়। এর মধ্যে গ্রাফাইট বা হিরের মতো পরিচিত শিলার জটিল কেলাস-গঠন তো আছেই। তবে পরিসংখ্যানের হিসাবে সেই পরিমাণ একেবারেই নগণ্য। তবে কি প্লেটো তাঁর ধারণা দেওয়ার আগে শিলার কেলাস গঠন নিয়ে পরীক্ষা করেই সিদ্ধান্তে এসেছিলেন? সে উত্তর আর জানা যাবে না। তবে প্রায় আড়াই হাজার বছর আগের দর্শনের সঙ্গে বর্তমান বৈজ্ঞানিক অনুসন্ধানের এমন সাদৃশ্য সত্যিই অবাক করে।

Powered by Froala Editor

Latest News See More