লিঙ্গ সমতার শিক্ষা পাক ছোটরাও, পাঠ্যপুস্তকে নারী-অগ্রগতির ছবি মহারাষ্ট্রে

যৌন শিক্ষার পাশাপাশি লিঙ্গ সমতা নিয়েও শিক্ষা দেওয়া হোক ছোটবেলা থেকেই। প্রথম জীবনের আলোই দাগ কেটে যায় ছোটদের মনে। তাই লিঙ্গ সমতার কথা মাথায় রেখে মহারাষ্ট্রে শুরু হল এক অভিনব উদ্যোগ।

ছোটো শিশু যা শেখে বা দেখে, মনে রেখে দেয় তাই। বেড়ে ওঠার অনেকখানি জুড়েই প্রভাব থাকে ছোটবেলায় পাওয়া শিক্ষার ওপর। এতদিন পাঠ্যবইতে পুলিশ বা পাইলটের ছবি দেখলে তাকে একজন পুরুষ হিসেবেই দেখে আসা হয়েছে। কিন্তু বদলাচ্ছে মানসিকতা। এই মূহুর্তে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন বহু মহিলা। এগিয়েছে নারী শিক্ষাও। তাই মহারাষ্ট্রের পাঠ্যবইতে নারীরাও পুলিশ, কেউ বা পাইলট কেউবা শেফ।

নারীমাত্রই কেবলমাত্র ঘরের কাজ আর রান্না করা নয়, এই মানসিকতায় আঘাত হানতেই এমন প্রয়োজনীয় উদ্যোগ। লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকেই যে-কোনো কাজে পারদর্শী, তা চোখে আঙুল দিয়ে দেখাতে পাঠ্যপুস্তকে এমন ছবি রাখা হয়েছে। ক্লাস টু-এর বইগুলিতে দেখা যায় কেবলমাত্র নারীরা নয়, হাতে হাত মিলিয়ে সবজি কাটছেন বাড়ির পুরুষরাও।

এ-জাতীয় শিক্ষা শুরু হোক ছোটবেলা থেকেই। শিশুর মন হোক আধুনিক। কাজের প্রভেদ যে লিঙ্গ নির্ভর নয়, সেই মানসিকতায় বদল আনতেই এমন অভিনব ভাবনা চিন্তা করেছে মহারাষ্ট্র স্টেট ব্যুরো অফ টেক্সটবুক প্রোডাকশন। তাদের এই উদ্যোগ গোটা দেশের অনান্য রাজ্যেও ছড়িয়ে পড়ুক, চাইছেন অনেকেই।

More From Author See More

Latest News See More