২০১৮ সালের ৬ সেপ্টেম্বর। ৩৭৭ ধারাকে বাতিল করে সমকামিতাকে স্বীকৃতি দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। তবে তার তিন বছর পেরিয়ে যাওয়ার পর আজও আইনি স্বীকৃতি পায়নি সমকামী বিবাহ। কিন্তু সত্যিই কি ভালোবাসাকে আইনের ধারায় বেঁধে রাখা যায়? না। ঠিক যেমন ভালোবাসার মধ্যে লিঙ্গের প্রসঙ্গও অনাবশ্যক। ‘লাভ ইজ লাভ’— এবার এই প্রবাদই পূর্ণতা পেল বাঙালি তরুণ সুপ্রিয় চক্রবর্তী (Supriya Chakraborty) এবং হায়দ্রাবাদের অভয় দাঙ্গের (Abhay Dange) হাত ধরে। সম্প্রতি, চিরাচরিত বিবাহ রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়লেন দুই ভারতীয় যুবক।
আজ থেকে প্রায় আট বছর আগের কথা। এক সঙ্গে পথচলা শুরু করেছিলেন সুপ্রিয় এবং অভয়। কলকাতায় জন্ম হলেও সুপ্রিয় কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। অধ্যাপনা করেন একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। অন্যদিকে তেলেঙ্গানার বাসিন্দা অভয় আইটি কর্মী। সোশ্যাল মিডিয়ার দৌলতেই পরিচয় হয় দুই তরুণের। তারপর বাড়ে ঘনিষ্ঠতা। সেসময় সমকামী প্রেম আইনস্বীকৃত ছিল না ভারতে। পাশাপাশি পরিবার-পরিজন কীভাবে গ্রহণ করবে তাঁদের এই সম্পর্ককে— তাও অনিশ্চিত ছিল। শেষ পর্যন্ত সেই সমস্ত বাধাকে অতিক্রম করেই ধুমধামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সুপ্রিয় ও অভয়। শনিবার তেলেঙ্গানার ট্রান্স গ্রিনফিল্ডস রিসর্টে দুই যুবকের পরিবারিক সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হল বিবাহানুষ্ঠান। আইবুড়ো ভাত, গায়ে হলুদ, আংটি বদল, সম্প্রদান— ভাটা পড়েনি কোনোরকম আচারেই।
গত অক্টোবর মাসেই সোশ্যাল মিডিয়ায় বিবাহের কথা ঘোষণা করেছিলেন সুপ্রিয় এবং অভয়। সমপ্রেম বিবাহের প্রতি সরকারের নিঃস্পৃহতার বিরুদ্ধে ‘লাভ ইজ লাভ’ বার্তা দিয়েছিলেন তাঁরা। অগণিত সাধারণ মানুষের সমর্থন তো বটেই, দুই তরুণের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন খ্যাতনামা ব্যক্তিত্বরাও।
শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রচলিত প্রথা ভেঙে ‘হাজব্যান্ড অ্যান্ড হাজব্যান্ড’ হিসাবে নিজেদের পরিচয় দিলেন নবদম্পতি। অন্যদিকে বিবাহ অনুষ্ঠানে এদিন পৌরোহিত্য করেন হায়দ্রাবাদের রূপান্তরকামী মহিলা সোফিয়া ডেভিড। সেদিক থেকেও যেন আরও একটি বৈষম্যের দেওয়াল ভাঙল এই বিবাহ। সব মিলিয়ে এলজিবিটি আন্দোলনকে কোথাও গিয়ে যেন পূর্ণতা দিলেন অভয় এবং সুপ্রিয়। বার্তা দিলেন, সমাজের সামগ্রিক বদল আসতে খুব বেশি দেরি নেই আর…
আরও পড়ুন
সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি সুইৎজারল্যান্ডের
Powered by Froala Editor
আরও পড়ুন
সমলিঙ্গ দম্পতিদের ক্ষতিপূরণের নির্দেশ জাপানের আদালতে