দেশে চলছে করোনার ভয়াবহ পরিস্থিতি। তারই মধ্যে দক্ষিণ ভারতে ফিরে এল ভূপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। সম্প্রতি বিশাখাপত্তনমের হিন্দুস্থান পলিমারস প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনায় ক্রমশ ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তার মধ্যে এখনও অবধি আটজন মারা গেছে। তবে এখানেই বিপর্যয় থেমে নেই বলে আশঙ্কা প্রশাসনের। যত সময় যাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
সূত্রের খবর, ভোর আড়াইটে থেকে তিনটে’র মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনমের হিন্দুস্থান পলিমারস (এলজি) কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়; ফলে বিষাক্ত স্টাইরিন গ্যাস ছড়িয়ে পড়তে আরম্ভ করে। এখনও অবধি পাওয়া রিপোর্টের ভিত্তিতে, আশেপাশের তিন কিমি ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়েছে এই গ্যাস। এর কবলে পড়েছে অন্তত পাঁচটি গ্রাম। দুর্যোগ এখনও থামেনি। রাজ্য এবং কেন্দ্র, সব জায়গা থেকে তৎপরতা শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের সেখান থেকে বের করে আনা হচ্ছে। সবাইকে ভেজা রুমাল দিয়ে মুখ ঢাকতে বলা হচ্ছে। তবে দুর্যোগ আটকানো যাচ্ছে না। এখনও অবধি আটজন এই ঘটনায় মারা গেছে, তার মধ্যে বছর ছয়েকের একটি মেয়েও আছে। আক্রান্তের সংখ্যা ৫,০০০। তবে তাও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে করোনার মধ্যে নতুন করে বিপদ ঘনিয়ে এল দক্ষিণে। সেই সঙ্গে বারবার ফিরে আসছে ১৯৮৪-এর স্মৃতি। ভূপালে ওইদিন এমনই এক ভোরবেলায় কয়েক লাখ মানুষ বিপদে পড়েছিল। সেই দুঃস্বপ্ন যাতে ফিরে না আসে, তার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।