সার্ভান্তেজকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক অনূদিত স্প্যানিশ লেখক গার্সিয়া মার্কেজ

উইলিয়াম শেক্সপিয়ার যদি ইংরাজি সাহিত্যের রূপকার হয়ে থাকেন, তবে স্প্যানিশ সাহিত্যের ক্ষেত্রে সেই জায়গাটা অবশ্যই মিগুয়েল দে সার্ভান্তেজের। ষোড়শ শতকের কবি সার্ভান্তেজ এমন একটি স্তম্ভ, যাঁর হাতে ধরে শুরু হয়েছিল স্প্যানিশ সাহিত্যের আধুনিক যুগ। তারপর কেটে গেছে প্রায় চারশো বছর। তবে আজও এতটুকু কদর কমেনি সার্ভান্তেজের। এতদিন পর্যন্ত বিশ্বের সর্বাধিক অনূদিত স্প্যানিশ লেখকের তকমা ছিল তাঁর ঝুলিতেই। এবার চারশো বছরের সেই রেকর্ড ভাঙলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ (Gabriel Garcia Marquez)। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বিগত একশো বছরে সর্বাধিক অনূদিত হয়েছে মার্কেজের সাহিত্য। এমনকি স্প্যানিশ সাহিত্যের সর্বকালীন সর্বাধিক অনূদিত লেখকও এখন তিনিই। 

‘ইনস্টিটিউটো সার্ভান্তেজ’। হ্যাঁ, কিংবদন্তি স্প্যানিশ সাহিত্যিক মিগুয়েল দে সার্ভান্তেজের নামেই নামকরণ এই বিশেষ সংস্থাটির। বিশ্বে স্প্যানিশ ভাষা এবং সংস্কৃতির প্রচারের জন্য বিগত কয়েক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এই সংস্থা। সাম্প্রতিক গবেষণার নেপথ্যেও রয়েছে এই বিশেষ সংস্থাটিই। 

বছর কয়েক আগের কথা। স্প্যানিশ ভাষার অনুবাদ মানচিত্র তৈরির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই তথ্য সংগ্রহ করা শুরু করেছিল এই সংস্থা। প্রস্তুত করেছিল স্প্যানিশ লেখকদের লেখা বই এবং তাদের অনুবাদ ও অনুবাদকের এক দীর্ঘ তালিকা। শ্রমসাপেক্ষ এই কর্মকাণ্ডে ‘ইনস্টিটিউটো সার্ভান্তেজ’-এর পাশে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ক্যাট ডেটাবেস এবং বিশ্বের একাধিক জাতীয় লাইব্রেরি। সদ্য-প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, সবমিলিয়ে ৪৮৩ ভাষায় অনূদিত ৫৫ কোটি ৪৮ লক্ষ অনূদিত বই-এর তালিকা প্রস্তুত করেছিল এই সংস্থা। 

এই তালিকা থেকেই উঠে আসে স্প্যানিশ সাহিত্য সবচেয়ে বেশি অনূদিত হয়েছে আরবি, ম্যান্ডারিন, ফরাসি, ইংরাজি, জার্মান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ, রুশ এবং সুইডিস ভাষায়। তাছাড়াও লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বহু আঞ্চলিক ভাষাতেও অনূদিত হয়েছে স্প্যানিশ সাহিত্য। আর সেই তালিকায় সবচেয়ে উপরেই রয়েছে সার্ভান্তেজ এবং মার্কেজের নাম। 

এই পর্বতপ্রমাণ তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে গবেষকরা জানাচ্ছেন, ১৯৬০-৭০-এর দশক থেকেই গার্সিয়া মার্কেজের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে বিশ্বের অন্য ভাষাভাষী মানুষদের মধ্যে। শুধু মার্কেজই নয়, মারিও লোসা, কার্লোস ফুয়েন্তেজ, জুলিও কর্টাজার-সহ এক ঝাঁক লাতিন আমেরিকান স্প্যানিশ সাহিত্যিকের কর্মকাণ্ডও সে-সময় সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। ‘এল বুম’ নামে এই সময়কালটিকে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। আর এই বিশেষ সময়টির পর থেকেই ক্রমশ সার্ভান্তেজের ‘সমকক্ষ’ হয়ে উঠেছিলেন মার্কেজ। এমনকি চলতি শতাব্দীতে পা দেওয়ার আগেই সার্ভান্তেজকে ছাড়িয়ে তিনিই হয়ে উঠেছিলেন সর্বাধিক অনূদিত স্প্যানিশ সাহিত্যিক। যদিও বিষয়টি পরিসংখ্যানগতভাবে প্রমাণিত হতে সময় লেগে যায় আড়াই দশক।

বিগত একশো বছরের ইতিহাসে তো বটেই, ২০০০-২০২১— এই দু’দশকেও সর্বাধিক অনূদিত স্প্যানিশ লেখক মার্কেজ। অন্যদিকে বিগত দু’দশকের পরিসংখ্যানের নিরিখে সার্ভান্তেজ রয়েছে পঞ্চম স্থানে। তাঁর আগে রয়েছে ইসাবেল অ্যালেন্ডে, জর্জ লুইস বোর্হেস এবং মারিও ভার্গাস লোসা। প্রশ্ন থেকে যায়, তবে কী ধীরে ধীরে প্রভাব হারাচ্ছেন কালজয়ী সার্ভান্তেজ? গবেষকদের মতে, আজও তাঁকে বাদ দিয়ে স্প্যানিশ সাহিত্যের কথা চিন্তা করা কঠিন। আগামীতেও স্প্যানিশ সাহিত্যের ‘ক্লাসিক’ হয়েই বেঁচে থাকবেন তিনি।

Powered by Froala Editor