দূষণ কাটিয়ে উঠছে গঙ্গাও, করোনা-আতঙ্কের মধ্যেই আশার আলো হরিদ্বার-হৃষিকেশে

করোনা ভাইরাসের আতঙ্কে চলছে লকডাউন। আর তার প্রভাবেই নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। বদলে যাচ্ছে অনেক নদীর চেহারাও। কিছুদিন আগে দিল্লির কাছে যমুনা নদীর ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। আর এবার প্রকাশ্যে এল গঙ্গার ছবি। তার দূষণমুক্ত চেহারা দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

হরিদ্বার আর হৃষিকেশের গঙ্গার ঘাট হিন্দুদের বহু প্রাচীন তীর্থক্ষেত্র। নিছক সংস্কারের বশেই এই নদীতে স্নান করেন বহু মানুষ। এমনকি গঙ্গার জল পান করেন তাঁরা। এতে পুণ্য অর্জন হোক বা না হোক, শরীরে প্রবেশ করে নানা ক্ষতিকর পদার্থ। আশেপাশের কলকারখানা এবং হোটেল ও ধর্মশালার বর্জ্যপদার্থ এসে মেশে গঙ্গার জলে। আর তার ফলেই মারাত্মক দূষণের শিকার হয় ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসের ধাত্রী গঙ্গা নদী। তবে এখন তীর্থযাত্রীদের আনাগোনা বন্ধ। হোটেল ও ধর্মশালার কোনো বর্জ্য আর নদীতে এসে মিশছে না। বন্ধ অধিকাংশ কলকারখানাও। আর এর ফলেই নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে গঙ্গা নদী।

গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে আনতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তৈরি হয়েছে অসংখ্য স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু তাতেও মোটের উপর লাভ কিছুই হয়নি। অথচ মাত্র তিন সপ্তাহের লকডাউন যেন পুরো ছবিটাই বদলে দিল। গঙ্গার জল এখন স্নান করার জন্য সম্পূর্ণ নিরাপদ বলে মনে করছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা। এমনকি এই জল পান করলেও বড় কোনো বিপদের সম্ভবনা নেই। এখন গঙ্গা নদীর এই দূষণমুক্ত চেহারা কীভাবে ভবিষ্যতেও ধরে রাখা যায়, সেই বিষয়েই চিন্তিত আধিকারিকরা।

Latest News See More